শিরোনাম
রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আলাউদ্দীন আলীর অবস্থা আশঙ্কাজনক

শোবিজ প্রতিবেদক

আলাউদ্দীন আলীর অবস্থা আশঙ্কাজনক

প্রখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন।  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী  জানান, ‘তার উচ্চরক্তচাপ কোনোভাবেই কমছে না। এর কারণ হচ্ছে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। গতকাল সকাল ৯টার দিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার অবস্থার অবনতি হতে থাকে। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে তাকে নিয়ে ভালো কোনো খবর দিতে পারছি না। কিন্তু আমরা তাকে সুস্থ করে তুলতে যা করণীয় সবই করে যাচ্ছি।’ উল্লেখ্য, আলাউদ্দীন আলী অনেক দিন ধরেই ফুসফুস ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন। মাঝে কিছুটা সুস্থ হয়ে গানেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি আবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ডা. আশীষ জানান, আলাউদ্দীন আলীর রক্তে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে। রক্তচাপও বেশি। এমন অবস্থায় তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর কিছু সময়ের মধ্যেই তার হৃৎস্পন্দন ফিরে আসে। আলাউদ্দীন আলী ‘গোলাপী এখন ট্রেনে’ ছবির জন্য ১৯৭৯ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার সুর করা ও পরিচালনায় অসংখ্য কালজয়ী গান রয়েছে।

 

 

সর্বশেষ খবর