রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আগরতলা মাতালেন শুভ-জুয়েল

শোবিজ প্রতিবেদক

আগরতলা মাতালেন শুভ-জুয়েল

‘দেশের বাইরেও যে আমার এত ভক্ত আছে, তা জানা ছিল না। মনে হচ্ছে গান নিয়ে আমার যে স্বপ্ন, যে আশা তা অনেকটাই প্রাপ্তির পথে। আমার কণ্ঠ, সুর এবং লেখা যে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে মানুষের হৃদয়কে এতটা আন্দোলিত করবে আমি ভাবতে পারিনি। কারণটা হচ্ছে, ভারতের ঐতিহাসিক আগরতলায় গান গাওয়াটা ছিল আমার জন্য স্মরণীয় ঘটনা। আর স্থানীয় জনগণও বাংলাদেশের মাটির গান শুনতে পেয়ে বেশ উচ্ছ্বসিত।’ কথাগুলো বলছিলেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ। আর সঙ্গে ছিলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ।

সম্প্রতি আগরতলার বিশালগড়ে জমজমাট শো শেষ করে ঢাকায় পৌঁছান তারা। সেখানে ‘কান্ট্রি লাভার্স’ নামে সংগঠনের আমন্ত্রণে সংগীত পরিবেশন করেন শুভ।

এই কনসার্টে গান গাওয়ার কথা ছিল না জুয়েলের। তবে ভক্ত শ্রোতাদের অনুরোধে তিনিও হাতে নিলেন মাইক্রোফোন। মাত করলেন আগরতলার দর্শক-শ্রোতাদের।

 

 

সর্বশেষ খবর