রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকা ঘুরে গেলেন সুদেষ্ণা-বিশ্বরুপ

শোবিজ প্রতিবেদক

ঢাকা ঘুরে গেলেন  সুদেষ্ণা-বিশ্বরুপ

রবীন্দ্র সংগীতশিল্পী সুদেষ্ণা স্যানাল রুদ্র। কবিগুরুর প্রেম, প্রকৃতি ও পূজা-পার্বণের গানসহ প্রায় সব ধরনের পরিবেশনায়ই মুনশিয়ানার ছাপ রেখেছেন এই গুণী শিল্পী। তার জীবনসঙ্গী বিশ্বরুপ রুদ্র। তিনিও সপ্রতিভ আধুনিক ও রবীন্দ্র সংগীতে। পাশাপাশি তিনি যুক্ত রয়েছেন প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে সংগঠন ‘চিরায়ত’ এর  সঙ্গে। এদিকে রবীন্দ্র সংগীতশিল্পী সুদেষ্ণা স্যানাল রুদ্র সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ও অবহেলিত রূপান্তকামীদের অনুপ্রাণিত করার প্রয়াসে কাজ করে যাচ্ছেন। আগামী ২৯ জানুয়ারি রবিচ্ছায়ার উদ্যোগে শিশির মঞ্চে উপস্থাপিত হবে রবীন্দ্র নৃত্যালেখ্য ‘নগর গ্রামে ঋতু’ নামে। এটির ভাবনা সংগীতশিল্পী সুদেষ্ণা স্যানাল রুদ্রের আর সার্বিক পরিচালনায় তার সঙ্গে আছেন রিমা পাল। সম্প্রতি তপন মাহমুদের সংগীতজীবনের ৫০ বছরের অনুষ্ঠানে এই দম্পতি সংগীত পরিবেশন করে। পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় ‘জয়তু তপন মাহমুদ’ শিরোনামের আনন্দায়োজন। আয়োজনে ছিল বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।

 

সর্বশেষ খবর