মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আকবরের পাশে প্রধানমন্ত্রী

শোবিজ প্রতিবেদক

আকবরের পাশে প্রধানমন্ত্রী

গণমাধ্যমের মানুষদের যে কী বলে ধন্যবাদ দেব, বলে বোঝাতে পারব না। আপনারা সংবাদটা ছেপেছেন বলেই সবার নজরে এসেছে। ভিডিওতে আমার স্বামীর শারীরিক অবস্থা দেখানোর পর বহু জায়গা থেকে ফোন পেয়েছি। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকে নিয়ে গেলেন গণভবনে। তিনি আকবরের সব খোঁজখবর নিয়েছেন। এখনকার অবস্থার কথাও জিজ্ঞেস করেছেন। তারপর আমার হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ২ লাখ টাকার চেক তুলে দিয়েছেন।’  রবিবার সন্ধ্যায় এভাবেই কথাগুলো বললেন গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। আজ বিকালে টেলিফোনে আকবর বললেন, ‘প্রধানমন্ত্রী আমার আহাজারি শুনেছেন। আমার সুচিকিৎসার জন্য ২২ লাখ টাকা দিয়েছেন। আশা করি, আবার সুস্থ হয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারব। তিনি আমার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। দেশ-বিদেশের অনেকে যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে।

আমার স্যার হানিফ সংকেত না থাকলে তো এত দিনও বাঁচতে পারতাম না মনে হয়। অসুস্থতার শুরু থেকেই তিনি আমার পাশে ছিলেন। মানুষের কাছে হাত পেতেছেন। আমাকে কলকাতায় দুই মাস রেখে নিজ খরচে চিকিৎসাসেবা দিয়েছেন।’ 

 

সর্বশেষ খবর