মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মিম-আঁচলের দ্বন্দ্ব নিয়ে দাগ

শোবিজ প্রতিবেদক

মিম-আঁচলের দ্বন্দ্ব নিয়ে দাগ

বিদ্যা সিনহা মিম আর আঁচল। দুজন আত্মীয়তার সুতোয় বাঁধা। মিম চিত্রশিল্পী ও আঁচল কলেজপড়–য়া মেয়ে। দুজনের ভালোবাসার মানুষ একজনই। তিনি হলেন বাপ্পী। লন্ডনে পড়াশোনা করেন সোহাগ [বাপ্পী], সেখানে একটি পেইন্টিং দেখে মুগ্ধ হন তিনি। পরে জানতে পারেন বাংলাদেশের এক তরুণীর পেইন্টিং এটি। দেশে এসে তাকে খুঁজতে গিয়ে ভুল ঠিকানায় গিয়ে পরিচয় ঘটে নাবিলার [আঁচল] এর সঙ্গে। এক সময় তাদের মধ্যে মনের আদান-প্রদান হয়। পরে জানতে পারেন নাবিলা আসলে সেই চিত্রশিল্পী নন, চিত্রশিল্পী সোহানাকে [মিম] খুঁজেও পান সোহাগ। তাদের মধ্যেও এক সময় হৃদয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুরু হয় তিনজনের মনের টানাপড়েন। প্রেম ছাড়াও পারিবারিক এবং সামাজিক নানা টানাপড়েন নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে, জানান ‘দাগ হৃদয়ে’ ছবির নির্মাতা তারেক শিকদার। কামাল আহমেদ প্রযোজিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ৮ ফেব্রুয়ারি। 

 

সর্বশেষ খবর