শিরোনাম
রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শ্রীদেবীর চরিত্রে মাধুরী

শোবিজ ডেস্ক

শ্রীদেবীর চরিত্রে মাধুরী

অভিনেত্রী শ্রীদেবী আর নেই, এটা আমার পক্ষে হজম করা শক্ত’, বললেন মাধুরী দীক্ষিত। এখন শুটিং চলছে তাঁর নতুন ছবি ‘কলঙ্ক’র। অভিষেক বর্মণের পরিচালনায় এই ছবিতে অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর। কিন্তু তাঁর অকাল প্রয়াণের ফলে এ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব যায় মাধুরীর কাছে। সে সম্পর্কে প্রশ্ন করা হলে মাধুরীর প্রথম প্রতিক্রিয়া ছিল এই বাক্যটাই। জানালেন, ‘এখানেই ঘটনাটা জটিল হয়ে গেছে। একজন অভিনেত্রী হিসেবে আমি জানি আমার চিত্রনাট্য কী, আমাকে কীভাবে অভিনয় করতে হবে। কিন্তু যখনই মনে পড়ছে এই চরিত্রে শ্রীদেবীর অভিনয় করার কথা ছিল, তখনই কাজটা বেশ কঠিন হয়ে উঠছে।’ ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে তাঁর ‘টোটাল ধামাল’। ইন্দ্রকুমারের পরিচালনায় এই ছবিতে মাধুরীর সঙ্গে অভিনয় করেছেন অনিল কাপুর, অজয় দেবগন, আর্শাদ ওয়ারশি, রীতেশ দেশমুখ, বোমান ইরানি প্রমুখ। কথা প্রসঙ্গে উঠে এল ‘মি টু’ আন্দোলনের বিষয়। মাধুরী স্পষ্টই বললেন, এই আন্দলোনে আলোকনাথ ও সৌমিক সেনের দিকে অভিযোগের আঙুল ওঠায় তিনি ব্যথিত। প্রসঙ্গত এই সৌমিক সেনের পরিচালনাতেই তিনি কাজ করেছিলেন ‘গুলাব গ্যাং’ ছবিতে। বললেন, ‘আমি ব্যথিত, কারণ আমি এই দুজন মানুষ সম্পর্কেই অনেকটা জানি। একভাবে ওঁদের সঙ্গে মিশেছি আবার অন্যভাবে ওঁদের সম্পর্কে এরকম কথা শুনছি। এটাই আমার কাছে সবচেয়ে বেদনার।’ ২১ বছর আগে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের জুটিতে এসেছিল ‘মহন্ত’। আর ২১ বছর পরে এই ‘কলঙ্ক’। এত বছর পর পুরনো বন্ধুর সঙ্গে শুটিং সেটে দেখা হওয়া, অভিনয় করার অভিজ্ঞতা কেমন? ‘অনেকটা সময় পেরিয়ে এসেছি। এখন দুজনের মধ্যেই অনেক পরিবর্তন। বলা যায়, আমরা দুজনেই এখন নতুন মানুষ।’

সর্বশেষ খবর