সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভাষা শহীদ রফিককে নিয়ে শর্টফিল্ম

শোবিজ প্রতিবেদক

ভাষা শহীদ রফিককে নিয়ে শর্টফিল্ম

সময় তখন ভীষণ উত্তাল। সাল ১৯৫২। ভাষার দাবিতে এতটুকু ছাড় নয়। ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে মিছিলের একেবারে সামনে একটি ছেলে, ঘাতকের প্রথম বুলেটের আঘাতে ছিটকে পড়েন ঢাকার রাজপথে। তিনি ভাষা শহীদ রফিক। কোথা থেকে এসেছিলেন এই বীর। কী তার পরিচয়? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই নির্মিত হলো শর্টফিল্ম ‘রফিক’। প্রযোজনা করেছে ইউএসভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান শাটার স্পিড। পরিচালনা করেছেন রাইসুল ইসলাম চৌধুরী। তিনি আরজে রাজু নামে সর্বাধিক পরিচিত মিডিয়া পাড়ায়। নাটকটিতে অভিনয় করেছেন রাশেদা চৌধুরী, আমিরুল হক, ফকির লাল মিয়া, ফারহানা শায়লা প্রমুখ। আগামী ২১ ফেব্রুয়ারি ‘রফিক’ মুক্তি পাবে শাটার স্পিডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ খবর