বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চলচ্চিত্র ব্যক্তিত্ব খসরু আর নেই

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র ব্যক্তিত্ব খসরু আর নেই

বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পুরোধা মুহম্মদ খসরু (৭৩) আর নেই। গতকাল বারডেম হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্বাসকষ্ট, ডায়াবেটিস, অ্যাজমা সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে কেরানীগঞ্জের রোহিতপুরের বাড়ি থেকে ঢাকায় আনা হয় তাকে। ভর্তি করা হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিসিইউতে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু আর সুস্থ হয়ে ঘরে ফেরা হলো না তার। গতকাল না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। বাংলা চলচ্চিত্রের অন্যতম পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন মুহম্মদ খসরু। এ ছাড়া বেশ কয়েকটি বইও লিখেছিলেন তিনি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন খসরু।

সর্বশেষ খবর