মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গানে কেন পৃষ্ঠপোষকতা নেই

গানে কেন পৃষ্ঠপোষকতা নেই

দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি বিষয় অডিও ইন্ডাস্ট্রি। বর্তমানে এই অঙ্গনে চলছে চরম হতাশা। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের মধ্যে অনেকেই চেষ্টা করছেন কিন্তু কিছুতেই যেন হচ্ছে না। বিশেষ করে দেশে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও যেন তাদের ব্যবসায়িক পলিসির বাইরে মৌলিক গান সৃষ্টি বা শিল্পী তৈরিতে ভূমিকা রাখছে না। বিশেষ দিবস ছাড়া এই প্রতিষ্ঠানগুলোর মৌলিক কোনো কর্মকাণ্ড চোখে পড়ে না। কতিপয় সিনিয়র শিল্পী অভিমান ভুলে মাঝে মধ্যে দুই-একটি অ্যালবাম বের করে শ্রোতাদের মধ্যে

আশা জাগিয়ে রাখেন। শুধু তাই নয়, অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন বেঁচে আছে মিউজিক ভিডিওর ওপর। অনেকে আবার এই বিষয়টিকে ভালো চোখে দেখছেন। আগের মতো এখন আর দশটি কিংবা বারোটি গান নিয়ে অ্যালবাম প্রকাশ হয় না। শিল্পীদের এখন পছন্দ একটি গান ও তার সঙ্গে একটি মিউজিক ভিডিও। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও এই বিষয়টিকে ভালো চোখে দেখছেন। এসব বিষয় নিয়ে সম্প্রতি কথা হয় বাংলাদেশের জনপ্রিয় তিনটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে। বিষয়টি তুলে ধরেছেন- আলী আফতাব

 

নাজমুল হক ভূইয়া খালেদ

[কর্ণধার : জি সিরিজ]

‘গানে পৃষ্ঠপোষকতা কমে গেছে এই কথাটি ঠিক নয়। আমাদের ইউটিউভ চ্যানেলটি দেখলে তা বুঝতে পারবেন। প্রতি মাসেই প্রচুর গান প্রকাশ করছি আমরা। এই গানগুলোর অধিকাংশই আমরা পৃষ্ঠপোষকতা করে থাকি। এই পৃষ্ঠপোষকতা আমরা প্রায় ৩৫ বছর থেকে করে আসছি। শুধু যে আমরা মিউজিক ভিডিওতে তা করে আসছি এটা কিন্তু নয়। ভালো গানের ক্ষেত্রেও আমরা তা করি। কারণ গান ভালো না হলে শুধু সুন্দর ভিডিও করে টিকে থাকা যাবে না।’

 

ধ্রুব গুহ

[কর্ণধার : ধ্রুব মিউজিক স্টেশন]

‘আমরা বছরের শুরুতে একটি প্রজেক্ট প্লান করি যে, এ বছর আমরা কতগুলো গান প্রকাশ করব। এই প্লানের মধ্যে নতুন, পুরনো ও তারকা শিল্পীদের একটি মিশ্রণ থাকে। আমরা এটিকে বলি ‘মিশ্র ফলের ঝুরি’। এই মিশ্রণ যদি ভালো না হয় আমি কিন্তু শ্রোতা বা দর্শক ধরে রাখতে পারব না। অন্যদিকে শুধু পুরনো কিংবা তারকা শিল্পীদের নিয়ে আমাদের হবে না। আমাদের নতুন শিল্পীদেরও পৃষ্ঠপোষকতা করতে হবে। যা আমরা শুরু থেকেই করে আসছি। আর একটি বিষয় হচ্ছে, আমি সব সময় ভালো গানের কাঙাল। ভালো গান হলে আমি সব সময় পৃষ্ঠপোষকতা করি।’

 

শাহেদ আলী পাপ্পু

[কর্ণধার : সিএমভি]

‘আমাদের সারা দেশে অনেক শিল্পী আছেন, যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তুলে আনতে পারছি না শুধু পৃষ্ঠপোষকতার অভাবে। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের আমরা ভালো পৃষ্ঠপোষকতা করতে পারছি না। অন্যদিকে সরকার যদি আমাদের ব্যাংক লোন দিত আমরা শিল্পীদের জন্য এই ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে পারতাম। কিন্তু ব্যাংকগুলো অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে কোনো লোন দেয় না। তারপরও আমাদের সামর্থ্য অনুযায়ী শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে থাকি।’    

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর