শিরোনাম
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

যুদ্ধ-পূর্ববর্তী গল্প ‘শিকার’

শোবিজ প্রতিবেদক

যুদ্ধ-পূর্ববর্তী গল্প ‘শিকার’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসুম শাহরিয়ার ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়াকে নিয়ে নির্মাণ করলেন নাটক ‘শিকার’। নাটকটিতে ইরফান সাজ্জাদ নিজের গতানুগতিক চরিত্রকে ভেঙে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। গল্প লিখেছেন জামাল হোসেন। গল্পটা যুদ্ধের গল্প নয়। যুদ্ধ-পূর্ববর্তী একটা জনপদের গল্প। একটা মিষ্টি প্রেমের গল্প। গ্রামীণ সংস্কারের ভিতর দিয়ে বেড়ে ওঠা একজন মেধাবী তরুণের অকস্মাৎ উন্মাদ হয়ে যাওয়ার গল্প। নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাসুম শাহরিয়ার বলেন, ‘গল্পের কোথাও কোনো যুদ্ধ নেই অথচ গল্পের শেষে রক্তক্ষরণ হয়। মানবিক বোধে স্পষ্ট হয়ে ওঠে যুদ্ধের অনিবার্যতা। আজ আরটিভিতে রাত ৮টায় সম্প্রচারিত হবে নাটকটি।

 

সর্বশেষ খবর