রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ফেরদৌসী মজুমদারের ‘বারুদ’

শোবিজ প্রতিবেদক

ফেরদৌসী মজুমদারের ‘বারুদ’

‘এগিয়ে যাবার নেই মানা’ এই স্লোগানে আরটিভির আয়োজনে নির্মিত হয়েছে ৭ জন নির্মাতার পরিচালনায় ৭টি নাটক। এর মধ্যে ভিন্ন গল্পের একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ‘বঙ্গমাতা অনুর্ধ ১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ২০১৯’ উপলক্ষে আরটিভির আয়োজনে নির্মিত এই নাটকের নাম ‘বারুদ’। ইফফাত আরেফিন মাহমুদের রচনায় এই নাটকে চমক হিসেবে নির্মাতা অভিনয় করিয়েছেন গুণী নাট্যজন ফেরদৌসী  মজুমদারকে। সঙ্গে রয়েছেন জাকিয়া বারী মম, এফ এস নাঈম, দীপা খন্দকার, শাহেদ আলী ও সামিয়া। নাটকে ফেরদৌসী মজুমদারের যুক্ত হওয়া ও তার আন্তরিকতা দেখে আপ্লুত নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘তিনি সত্যিকারের নক্ষত্র, তিনি আমাদের সত্যিকারের কিংবদন্তি। তাকে দেখে আজকের প্রজন্মের শিক্ষা গ্রহণ করা উচিত। শুটিং-এ তিনি ১০ মিনিট দেরি করে এসেও দুঃখ প্রকাশ করেছেন। আন্তরিকতা দিয়ে অভিনয় করেছেন। এই বিষয়গুলো বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে নেই। আমি মুগ্ধ তার বিনয় ও অভিনয়ে। তাকে স্যালুট জানাই!’

সর্বশেষ খবর