সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ত্রুটিমুক্ত মেহজাবিন

শোবিজ প্রতিবেদক

ত্রুটিমুক্ত মেহজাবিন

আসছে পয়লা বৈশাখে নাগরিক টিভির জন্য মাহমুদুর রহমান হিমি মেহজাবিনকে নিয়ে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ত্রুটিমুক্ত’। এর আগেও একই পরিচালকের দুটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। নাটকের গল্প প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ‘দেখা যায় যে আমাদের মধ্যে কারও কোনো কঠিন রোগ হলে সেই দুঃসময়ে তেমন কাউকে পাওয়া যায় না। কিন্তু এই দুঃসময়ে যাদের পাশে পাওয়া যায় তারাই সত্যিকার অর্থে মানুষ, সত্যিকার অর্থের বন্ধু। এই বিষয়টিকেই মূলত ত্রুটিমুক্ত নাটকে তুলে ধরা হয়েছে।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘গেল ভালোবাসা দিবসে হিমির নির্দেশনায় আমি আর অপূর্ব ভাইয়া মিস আন্ডারস্ট্যান্ডিং নাটকে অভিনয় করেছিলাম। একই পরিচালকের নির্দেশনায় আমরা দুজন বৈশাখ উপলক্ষে ত্রুটিমুক্ত নাটকে অভিনয় করেছি। এই নাটকে যেমন আবেগ আছে, আছে প্রেম ভালোবাসা। গল্পটা ভালো লেগেছে আমার কাছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’ এদিকে এবারের পয়লা বৈশাখে মেহজাবিনকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মিজানুর রহমান আরিয়ান, মোহিতুল মোহিম, ইমরাউল রাফাতসহ আরও বেশ কজন নির্দেশকের নাটকে দেখা যাবে। এদিকে গেল ২৭ মার্চ মেহজাবিন চৌধুরী সোহাগের কোরিওগ্রাফিতে ফরিদপুরের রাজেন্দ্রপুর কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেছেন। সেদিনই তিনি ঢাকায় ফিরে পরের দিন ঢাকায়ও একটি স্টেজ শোতে অংশ নেন। এদিকে এরই মধ্যে অভ্র মাহমুদের নির্দেশনায় ‘অপ্রিয় রাত’-এ মেহজাবিনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এতে তার বিপরীতে ছিলেন ইরফান সাজ্জাদ। একই পরিচালকের নির্দেশনায় তিনি এর আগে ‘বিবাহ প্রস্তাব’ নাটকে অভিনয় করেছিলেন। এদিকে গেল ২৬ ফেব্রুয়ারি আরটিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান মেহজাবিন চৌধুরী। সাম্প্রতিক সময়ে তার দর্শকপ্রিয় অন্যান্য নাটকের মধ্যে রয়েছে বিইউ শুভর ‘ফার্স্ট লাভ’, ‘মাবরুর রশীদ বান্নাহর’র ‘ছোট্ট পাখির বাসা’। এদিকে দেশের প্রায় সবগুলো চ্যানেলে দিলারা জামানের সঙ্গে মেহজাবিনের একটি বিজ্ঞাপন নিয়মিত প্রচার হচ্ছে। এই বিজ্ঞাপনটিতে তার গ্ল্যামারাস উপস্থিতি প্রতিনিয়তই দর্শককে মুগ্ধ করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর