সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রভাকে নিয়ে চুমকির ফেরা

শোবিজ প্রতিবেদক

প্রভাকে নিয়ে চুমকির ফেরা

নাজনীন হাসান চুমকি। মঞ্চ আর টিভিতে তো বটেই, নির্মাণেও সমান উজ্জ্বল তিনি। প্রায় আড়াই বছর কেটে যাওয়ার পর ফের ক্যামেরার পেছনে, নির্মাণে ফিরেছেন তিনি। নিজের লেখা একটা বিশেষ গল্প বলার জন্য সঙ্গে নিয়েছেন সাদিয়া জাহান প্রভাকে। ‘পিঁউ, একটি পাখির জীবন’ নামের এই নাটকের শুটিং শেষ হলো সম্প্রতি। চুমকি জানান, নিজের ভিতরে জমে থাকা বিশেষ এই গল্পটি পর্দায় তোলার সুযোগ পেয়েছেন ‘বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ’ ইভেন্টের সূত্র ধরে। ‘এগিয়ে যাবার নেই মানা’ স্লোগান নিয়ে একই প্রজেক্টে রয়েছে আরও ছয় নারী নির্মাতার ছয়টি নাটক। তিনি আরও বলেন, ‘আমি এই গল্পটি দিয়ে মোটাদাগে একটা বিষয় বোঝাতে চেয়েছি। সেটি হলো, একটা মেয়ের পাশে যদি তার পরিবারের সাপোর্ট থাকে তবে সে সব প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাবেই। অথচ আমাদের মেয়েরা প্রথম ও সর্বোচ্চ বাধাটা পায় নিজের পরিবার থেকেই।’

নাটকটি শুটিং শেষে এখন সম্পাদনার টেবিলে আছে। আরটিভিতে জমা পড়বে এপ্রিলের প্রথম সপ্তাহে। প্রচারও হবে দ্রুত সময়ের মধ্যে। এতে প্রভা ছাড়াও অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, অশোক বেপারি, শিল্পী সরকার অপু প্রমুখ। প্রায় তিন দশকের অভিনয়জীবন পেরিয়ে চুমকি এখনো সমান ব্যস্ত নাটক রচনা, অভিনয়, নির্মাণ ও মঞ্চে। মঞ্চে তার সাম্প্রতিক ব্যস্ততা ‘নিত্যপুরাণ’, ‘সীতার অগ্নিপরীক্ষা’ আর ‘চিত্রাঙ্গদা’কে ঘিরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর