সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নওশাবার ভিন্নধর্মী উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

নওশাবার ভিন্নধর্মী উদ্যোগ

কাজী নওশাবা আহমেদ। অভিনয়শিল্পীর বাইরে তার রয়েছে আলাদা একটা আপন জগৎ। অভিনয়ের পাশাপাশি সেবামূলক কাজে অনেক আগে থেকেই যুক্ত। প্রতিনিয়ত যে কোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করছেন। অনেক দিন ধরে নওশাবা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এর সঙ্গে জড়িত আছেন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে নিরলসভাবে। এদিকে তিনি সুযোগ পেলেই পাপেট নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি ‘টুগেদার উই ক্যান’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গঠন করেছেন। সম্প্রত ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়াও ফেস্টিভ্যাল।’ ‘টুগেদার উই ক্যান’র ব্যানারে ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ৫ ও ৬ এপ্রিল বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নারীদের জন্য আত্মরক্ষামূলক কর্মশালা ও পাপেট থিয়েটার শো ‘মুক্তি আলোয় আলোয়’। এই পাপেট শোর পরিচালনায় রয়েছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। মজার বিষয় হচ্ছে, এই পাপেট শোটির পারফর্মার হচ্ছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের সব পক্ষাঘাতগ্রস্ত ছেলে-মেয়ে।

সর্বশেষ খবর