বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মীরা নিয়ে শিবলী-নীপা

শোবিজ প্রতিবেদক

মীরা নিয়ে শিবলী-নীপা

নৃত্যাঞ্চল নিয়ে আসছে নতুন নৃত্যনাট্য ‘মীরা’। নৃত্যনাট্যটির পরিচালক ভারতের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য। এদিকে দীর্ঘ ৩৫ বছর পর নৃত্যনাট্য দিয়ে ফের মঞ্চে আসছেন এদেশের প্রথিতযশা নৃত্যশিল্পী কাজল ইব্রাহীম। এই প্রযোজনায় মীরার চরিত্রে রয়েছেন তিনি। আর আকবরের চরিত্রে দেখা যাবে শিবলী, রাধার চরিত্রে নীপা এবং সুকল্যাণ ভট্টাচার্যকে কৃষ্ণের রূপে দেখা যাবে। এই প্রযোজনাটি নিয়ে জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী বলেন, ‘জি এ মান্নান, গওহর জামিল, হাসান ইমাম, আমির হোসেন বাবুদের নাচ দেখে যেমন অনুপ্রাণিত হই, তেমনি কাজল ইব্রাহীম, লুবনা মরিয়ম, জিনাত বরকতুল্লাহদের নাচ দেখেও আমরা অনুপ্রাণিত হয়েছি। তাই তাদের প্রতি এটা আমাদের একটি দায়িত্ব বলা যায়।’ এই প্রসঙ্গ টেনেই শামীম আরা নীপা বললেন, ‘আমরা দেখেছি যে, নাচের কোনো ডকুমেন্টেশন নেই। আমরা শুধু কিংবদন্তি শিল্পীদের কথা শুনি। তাদের একটা নাচও আমাদের কাছে রেকর্ড নেই, যা দেখে আমরা তাদের নাচ বুঝতে পারি। এই প্রযোজনা দিয়ে আমরা আসলে তেমন একটি ডকুমেন্টেশন করছি।’ প্রযোজনাটি ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর