শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বাংলায় হবে বঙ্গবন্ধুর বায়োপিক

শোবিজ প্রতিবেদক

বাংলায় হবে বঙ্গবন্ধুর বায়োপিক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ইংরেজি ভাষায় নির্মাণের প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা থেকে সরে আসা হয়েছে। চলচ্চিত্রটি বাংলা ভাষায় নির্মিত হবে বলে জানিয়েছেন নির্মাতা শ্যাম বেনেগাল। সোমবার বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) অভিনয়শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতা। শ্যাম বেনেগাল বলেন, ‘বাংলাদেশের মাটি ও হাওয়ায় বঙ্গবন্ধুর জন্ম ও বেড়ে ওঠা। এ দেশের মাটির নির্যাস মিশে থাকবে এ চলচ্চিত্রে। এ কারণে ছবিটি নির্মিত হবে বাংলা ভাষায়।’ গত বছরের আগস্টে বঙ্গবন্ধুর বায়োপিকের নির্মাতা হিসেবে শ্যাম বেনেগালের নাম ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়। এর আগে চলচ্চিত্রটি নির্মাণের জন্য ২০১৭ সালের ২৭ আগস্ট নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তি হয়। সেই চুক্তির আওতায় নির্মিতব্য চলচ্চিত্রটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় অংশ নিতে দুই দিনের সফরে সোমবার রাতে ঢাকায় আসেন শ্যাম বেনেগাল। অন্যদিকে গত বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সফররত ভারতের চলচ্চিত্রকার শ্যাম বেনেগালকে উষ্ণ অভ্যর্থনা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈঠক শেষে শ্যাম বেনেগালকে শুভেচ্ছা স্মারক হিসেবে তথ্যমন্ত্রী একটি রুপার নৌকা ও পাঞ্জাবি উপহার দেন। শ্যাম বেনেগাল আরও বলেন, বাংলাদেশে আসতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বাঙালি জাতির জন্ম ইতিহাসে যেমন বিজয়ের আনন্দ আছে ঠিক তেমনি আছে হারানোর ব্যথাও; যেমনটি আছে গ্রিক ট্র্যাজেডিতে। আমি চাই সঠিক ইতিহাসের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও বাঙালি জাতির জন্মকথা তুলে ধরতে।’ তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রটি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে হলেও বেশিরভাগ শিল্পী ও কলাকুশলী বাংলাদেশ থেকেই অংশ নেবেন। দুই দেশের লেখক ও গবেষকবৃন্দই এই কাজে সাহায্য করবেন। দৃশ্যধারণের জন্য দক্ষিণ এশিয়ার যে কোনো স্থানে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি।

সর্বশেষ খবর