মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

স্বরব্যঞ্জনের ‘ঘুম নেই অতঃপর...

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশে প্রথম সরকার গঠন দিবস উপলক্ষে আবৃত্তি সংগঠন স্বরব্যঞ্জন ‘ঘুম নেই অতঃপর’র একটি বিশেষ প্রদর্শনী ও প্রযোজনাটি নিয়ে তৈরি সিডির মোড়ক উন্মোচন করতে যাচ্ছে ১০ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি প্রযোজনাটি মঞ্চস্থ হবে। আবৃত্তি সংগঠন স্বরব্যঞ্জনের আবৃত্তিকারদের শাণিত উচ্চারণে এ প্রযোজনায় উঠে আসবে মুক্তিযুদ্ধে একেকটি সফল অপারেশনের বিবরণ এবং তার বিপরীতে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে স্বপ্নভঙ্গের দুঃখ। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুনের সদস্য নাসির উদ্দীন ইউসুফের গ্রন্থ ‘ঘুম নেই’ ও শহীদ জননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’র যুদ্ধ ও যুদ্ধপরবর্তী কাহিনির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই প্রযোজনাটি। নির্দেশনায় বাচিকশিল্পী হাসান আরিফ। এ মঞ্চায়নে আবৃত্তি করবেন সাতজন আবৃত্তিশিল্পী। তারা হলেন মনিরুল ইসলাম, দিপক ঘোষ,  সাবিহা সেতু, তন্ময় করিম,  সৈয়দ আশিক, পংকজ ও কানিজ হৃদি।

 

 

সর্বশেষ খবর