বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পাঁচফোড়নে শুভ্রদেবের গান

শোবিজ প্রতিবেদক

পাঁচফোড়নে শুভ্রদেবের গান

ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পয়লা বৈশাখ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশোর আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে নববর্ষ, বৈশাখী মেলা এসব নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। গানগুলো পরিবেশন করেছেন প্রতীক হাসান, শুভ্রদেব। আর একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জাহান মুন্নি ও পলাশ। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বেশ কটি ঐতিহ্যবাহী বটগাছের ওপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। এ ছাড়া আরও আছে বাঁশির ওপর একটি প্রতিবেদন।

বাংলাদেশের লোকসংস্কৃতির প্রাচীনতম বাদ্যযন্ত্র হচ্ছে ঢোল। চর্মাচ্ছাদিত এই বাদ্যযন্ত্রটি ছন্দ ও তালের জন্য অনন্য। এবারের পাঁচফোড়নে এই ঢোলের ওপর রয়েছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৪ এপ্রিল রবিবার রাত ৮টায় এটিএন বাংলায়।

সর্বশেষ খবর