বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নাট্যোৎসবে বাতিঘরের ‘র‌্যাডক্লিফ লাইন’

শোবিজ প্রতিবেদক

নাট্যোৎসবে বাতিঘরের ‘র‌্যাডক্লিফ লাইন’

পদাতিক নাট্য সংসদের আয়োজনের শেষ দিনে বাতিঘর নাট্যদল তাদের মঞ্চনাটক ‘র‌্যাডক্লিফ লাইন’ মঞ্চস্থ করতে যাচ্ছে। ৭ দিনব্যাপী চলা  সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে বাতিঘর আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে তাদের ৮ম প্রযোজনার ১৩তম প্রদর্শনী করতে যাচ্ছে। নাটকটির রচনা ও নির্দেশনায় মুক্তনীল। মিথ্যা অহমিকা আর ভোগ-দখলের জন্য আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত জাতিতে জাতিতে পারস্পরিক দ্বন্দ্ব চলে আসছে। এই মিথ্যা অহমিকায় সৃষ্ট সিস্টেমের জাঁতাকলে পিষ্ট হচ্ছে মানবতা, আর বলির পাঁঠা হচ্ছে মানুষ নিজেই।  নাটকটিতে অভিনয়ে থাকবেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার, সঞ্জয় হালদার। আলো নিয়ন্ত্রণে তানজিল আহমেদ। মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি, তাজিম আহমেদ শাওন। সংগীতে জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে অপূর্ব দে।

সর্বশেষ খবর