রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অপুর অন্যরকম বৈশাখ

আলাউদ্দীন মাজিদ

অপুর অন্যরকম বৈশাখ

‘এক বৈশাখে দেখা হলো...’ এখন আর সেই দিন নেই। এখন আমার পৃথিবী আদরের দুলাল আবরাম খান জয়। তাকে নিয়েই আমার যত আনন্দ আয়োজন। আজকের নববর্ষ হবে আমার জীবনে অন্যরকম একটি দিন। তিনজনে একই রকম পোশাক পরব। তিনজন বলতে বোঝাতে চাচ্ছি- আমি, জয় আর আমার মায়ের কথা। সকালে উঠে সৃষ্টিকর্তার নাম নিয়ে তারপর নতুন পোশাক পরে ঘরেই শুরু হবে আমার আনন্দের ঘনঘটা। এ জীবনে কখনো রমনা বটমূলে যাইনি। ঘরে পরিবার নিয়ে দিনটি উদযাপন করতেই আমার ভালো লাগে। বাহারি সব খাবার নিজের হাতে রাঁধব। পান্তা-ইলিশ থেকে শুরু করে কোনো কিছুই বাদ যাবে না। আপনজনরাও আসবে এই আনন্দ আয়োজনে যোগ দিতে। তাদেরও মনভরে আপ্যায়ন করাব। দুপুরের পর জয় মানে এখন আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রেটি আমার ভালোবাসার পুত্রকে নিয়ে বেড়াতে বেরোব। বাসায় ফিরে এসে আবার ঘরোয়া বৈশাখী উৎসবে মেতে উঠব। এবার কেন জানি মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ উৎসবে মেতে উঠতে যাচ্ছি। এমনিতেই বাঙালি হিসেবে বৈশাখ মানেই বড় উৎসব। দিনটিকে মা, মেয়ে আর নাতি মিলে যতটা সম্ভব বেশি করে রঙিন করে তুলব। মহাখুশিতে জয়কে নিয়ে গাইব... এসো এসো হে বৈশাখ...।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর