রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
সার্ক চলচ্চিত্র উৎসব

বাংলাদেশের পাঁচ চলচ্চিত্র

শোবিজ প্রতিবেদক

৭ মে অনুষ্ঠিত হচ্ছে নবম সার্ক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ মে পর্যন্ত। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম করপোরেশনের দি সিনেমা হলে শুরু হচ্ছে এ উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।  উৎসবের মাস্টার বিভাগে প্রদর্শিত হবে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর ‘আলফা’, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ এবং নুর ইমরান মিঠুর ‘কমলা রকেট’। এ ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে নোমান রবিনের ‘কোয়াটার মাইল কান্ট্রি’   চৈতালী সমাদ্দার ও সাইফুল আকবর খানের ‘সি ইউ’। সার্ক কালচারাল সেন্টার থেকে সংবাদটি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশি পরামর্শক ও পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ।

 

 

সর্বশেষ খবর