শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নির্যাতনের বিচার চাইলেন মিলা

শোবিজ প্রতিবেদক

নির্যাতনের বিচার চাইলেন মিলা

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার পর পুরো দেশ যখন ফুঁসে উঠেছে তখন নিজের ওপর নির্যাতনের বিচার চাইলেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে নগ্ন অবস্থায় বাথরুম থেকে বের করে নির্যাতন করা হয়- ‘আমার শাশুড়ি, আমার স্বামীর কথায় আমাকে কীভাবে বাথরুম থেকে দরজা ভেঙে বিনা কাপড় পরিহিত অবস্থায় জঘন্যভাবে টেনে আমার দেবর তার স্ত্রী এবং তার স্ত্রীর বাবা-মায়ের সামনে এক ঘণ্টা গালিগালাজ করতে থাকে। আমার বাবা ভিডিওকলের মাধ্যমে পুরো ঘটনা দেখেন।’ তিনি আরও বলেন, ‘তারা কাপড় পরা অবস্থায় আমার গায়ে আগুন দিয়ে দিত। আমি যাই বললাম তাতে পুরো মিডিয়া, শিল্পীরা, আমার ভক্তরা রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা।’ মিলা আবার বলেন, আমি আমার দেশ ও দেশের সরকারের কাছে আমার ভেঙে দেওয়া মেরুদণ্ড ফেরত চাই। আমার আবেদন আমার নেত্রীর কাছে, আমার অপরাধী যাতে পালাতে না পারে। আমার মামলাটি দয়া করে আবারও সঠিক ধারায় চার্জ গঠন করার আর্জি জানাই। আমি এর বিচার চাই।’

সব শেষে নিজেকে একজন জীবিত নুসরাত দাবি করেন মিলা।

সর্বশেষ খবর