রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শাওনের নতুন গান

শোবিজ প্রতিবেদক

শাওনের নতুন গান

আসছে পরিচালক, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের নতুন একটি মৌলিক গান। বাংলাসাহিত্যের প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদের প্রয়াণের পর এই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ এবং মিউজিক ভিডিওতে অংশ নিলেন তিনি। গানটির শিরোনাম ইলশেগুঁড়ি, ইলশেগুঁড়ি। লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন নচিকেতা, সংগীত আয়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলী। কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আগামীকাল মুক্তি পাচ্ছে গানটির ভিডিও। মিউজিক ভিডিওর পরিচালক মীর শরিফুল করিম শ্রাবণ জানান, শাওন নিজেই এই ভিডিওতে পর্দার সামনে এসেছেন বহু, বহুদিন পর। এটা একটা ঘোর লাগা গান। একটা মায়া ভরা গান। এতে প্রকৃতিতে ফিরে যাওয়ার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হওয়ার ইচ্ছা আছে। ‘হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে।’ মিউজিক ভিডিওটা এই আবেগগুলো ধারণ করেই তৈরি হয়েছে। গান প্রসঙ্গে শাওন বলেন, ‘গানটি অনেক কারণে আমার কাছে গুরুত্বপূর্ণ। হুমায়ূন আহমেদের গানের বাইরে আমি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি কিন্তু ‘ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি’ গানটি আমার মৌলিক গান। আর আমার গাওয়া অন্য গানগুলো আমি গাইবো ভেবেই সুর করা হয়েছিল। কিন্তু এ গানটি উপমহাদেশের একজন বিখ্যাত শিল্পী নচিকেতা তার মতো করে সুর করেছেন আমার কথা মাথায় না রেখেই। এজন্য ধন্যবাদ জুলফিকার রাসেলের প্রাপ্য, যিনি আমার জন্য চমৎকার একটি গান তৈরি করে দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর