রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নাঈম শাবনাজের পথ ধরে মাহাদিয়া

শোবিজ প্রতিবেদক

নাঈম শাবনাজের পথ ধরে মাহাদিয়া

সংগীত পরিচালক সুজন, নাঈম, মাহাদিয়া ও শাবনাজ

ইউটিউব প্লাটফর্মে এখন ঝড় তুলছে -রয়্যালস, যেতে দাও ডেকো না, হোয়েন আই নিড ইউ এবং তুমসে মিলকার। বিদেশি প্রখ্যাত শিল্পীদের গাওয়া এ গানগুলো নতুন করে গেয়ে সর্বস্তরের প্রশংসা পাওয়া এ শিল্পীর নাম মাহাদিয়া নাঈম। চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা নাঈম-শাবনাজের কনিষ্ঠ কন্যা মাহাদিয়া। সাংস্কৃতিক পরিবারে জন্ম হওয়ার সুবাদে তার ধমনীতেও বইছে সংস্কৃতির প্রতি অনাবিল ভালোবাসা। নাঈমের বাবা খাজা মুরাদ। সংস্কৃতির সঙ্গে ছিল তার অনবদ্য মেলবন্ধন। শাবনাজের বাবা সম হুমায়ন। তিনি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। শাবনাজের ছোট বোন তাহমিনা সুলতানা মৌ টিভি নাটকে অভিনয় করেন। নাঈমের বোন জিবা ইসলাম একজন ইন্টারন্যশনাল ফটোগ্রাফার। নাঈম-শাবনাজের দুই মেয়ে। নামিরা ও মাহাদিয়া। নামিরা টরেন্টোতে ইনভারমেন্ট ডিজিস্টার টেকনোলজি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে। মাহাদিয়া এ লেভেলস শেষ করবে। দুজনই পড়ালেখায় ভালো রেজাল্ট করায় ডেইলি স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়। মাহাদিয়ার গাওয়া প্রথম গানটি নিউজিল্যান্ডের জনপ্রিয় গায়িকা লর্ডের রয়্যালস। এ গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। এরপর ভারতের আশা ভোঁশলের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’, এ গানের সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন। মিক্সড গান ইংরেজি হোয়েন আই নিড ইউ এবং হিন্দি তুমসে মিলকার এর সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন। গানগুলোর শুটিং কনসেপশন শাবনাজের। মেকআপে নাঈমের ভাগ্নে সোফিয়া হাসান। স্টিল ফটোগ্রাফিতে নাঈমের বোন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার জিবা ইসলাম। মাহাদিয়া শাস্ত্রীয় সংগীত ও গজলে তালিম নিয়েছেন সালাউদ্দিন শান্তনুর কাছে। তার কথায় গানের প্রতি অনুরাগী হতে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে বড় বোন নামিরা, বাবা খুব ভালো গান করেন। দাদি, ফুফুসহ পরিবারের সবাই অনেক ভালো গান করেন। তাই গানের ব্যাপারটা বংশগতভাবেই আমার ভিতরে চলে এসেছে। বাবার ইচ্ছায় গানগুলো গেয়েছি। মাহাদিয়ার গাওয়া গান দুটির ভিডিও পরিচালনা করেছেন মা শাবনাজ আর ভিডিও প্রযোজনা করেছেন বাবা নাঈম। মাহাদিয়া ইকোনমিকস বিজনেস নিয়ে পড়তে যাবেন কানাডা। তার কথায় গানটা আমার প্রাণের তাগিদ হয়েই থাকবে চিরকাল।

সর্বশেষ খবর