রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এবার জাজের শিশুতোষ ছবি

শোবিজ প্রতিবেদক

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন চারটি সিনেমা নির্মাণ হবে। প্রি-প্রোডাকশনের কাজ চলছে- জ্বীন এবং শিশুতোষ সিনেমা জি পি এস ট্রাকার’র। এটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে। যৌথ প্রযোজনার প্রক্রিয়াও চলছে। বতর্মানে ৩১০টি প্রেক্ষাগৃহে প্রজেকশন আছে এবং ২১টি প্রেক্ষাগৃহ নতুন করে চালু করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ৩৩০টি প্রেক্ষাগৃহে প্রজেকশন মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠান। প্রেক্ষাগৃহের সংখ্যা বৃদ্ধি পেলে আরও প্রজেকশন বসানোর জন্যও প্রস্তুত জাজ। এছাড়া সিনেমা হলের সার্ভার, প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে প্রযোজনায় আসে ‘জাজ মাল্টিমিডিয়া’। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে এ দেশে ডিজিটাল প্রযুক্তির চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন শুরু হয়। স্থানীয় ও যৌথ প্রযোজনায় এ পর্যন্ত ৪০টি মানসম্মত ছবি নির্মাণ করে জাজ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর