বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অভিনেত্রী রোজীকে গুগলের সম্মান

শোবিজ প্রতিবেদক

অভিনেত্রী রোজীকে গুগলের সম্মান

প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী প্রয়াত রোজী আফসারীর ৭৩তম জন্মদিনে ডুডলের মাধ্যমে তাকে স্মরণ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চইঞ্জিন গুগল। প্রয়াত এ অভিনেত্রীকে সম্মান জানিয়ে নান্দনিক ডুডল করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১৯৬২ সালে আবদুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় আসেন রোজী। প্রায় সাড়ে তিনশর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট চলচ্চিত্র। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে- ‘ওরা ১১ জন’, ‘মানুষের মন’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘প্রতিনিধি’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নীচে’, ‘অশিক্ষিত’, ‘প্রতিকার’, ‘এই ঘর এই সংসার’ ইত্যাদি। বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নারী পরিচালক তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আশা-নিরাশা’। রোজী আফসারীর প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় রোজীর জন্ম।

কিডনি রোগে ভুগে ২০০৭ সালের ৯ মার্চ অজস্র ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকা।

সর্বশেষ খবর