বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ফিডব্যাকের ৪০ বছর

শোবিজ প্রতিবেদক

ফিডব্যাকের ৪০ বছর

আজ থেকে চল্লিশ বছরেরও বেশি আগে ম্যানেজার খোকার হাত ধরেই ব্যান্ডদল ‘ফিডব্যাক’র যাত্রা শুরু হয়েছিল। তখন এই লাইনআপে ছিলেন ফোয়াদ নাসের বাবু, মাকসুদ, সেলিম হায়দার, জাকির, পিয়ারু, রোমেল। সময়টা ছিল ১৯৭৭ সালে। সেই হিসেবে ২০১৯-এ এসে ৪২ বছরে পা রাখল ফিডব্যাক। ১৯৮৭ সালে এই দলে যোগ দেন লাবু রহমান। ১৯৯৬ সালে মাকসুদ এই ব্যান্ডদল ছেড়ে চলে যান। মূলত লাবু রহমানের হাত ধরেই ফিডব্যাক দর্শকের সামনে বাংলা গান গাইতে শুরু করে। এর আগে ফিডব্যাক শুধু ইংরেজি গানই পরিবেশন করত। আগামী ৩০ এপ্রিল রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ‘ফোর ডিকেডস অব ফিডব্যাক’ সেলিব্রেশন অনুষ্ঠিত হবে বলে জানান ফিডব্যাকের লিড গিটারিস্ট ও ভোকালিস্ট লাবু রহমান। চার দশক  পেরিয়ে গেলেও বাংলা সংগীতের জন্য এ দলটি এখনো কাজ করে যাচ্ছে। তাই এ ব্যান্ডটির বিশেষ এই পূর্তি গানে গানে উদযাপন করবে দেশের আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। এরমধ্যে রয়েছে মাইলস, দলছুট, ওয়ারফেইজ ও আর্টসেল। লাবু বলেন, ‘শ্রদ্ধেয় খোকা ভাইয়ের হাত ধরে আজ থেকে চার দশকেরও বেশি সময় আগে ফিডব্যাকের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ পথচলায় যারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আর শ্রোতা, ভক্ত, দর্শকের জন্য রইল অপরিসীম ভালোবাসা। ধন্যবাদ মাকসুদকে আমাদের সঙ্গে এই সেলিব্রেসনে যোগ দেওয়ার জন্য। আশা করি জমজমাট এক সেলিব্রেশন হবে।’ লাবু রহমান জানান মাকসুদ চলে যাওয়ার পর দলের প্রধান ভোকালিস্ট হিসেবে যোগ দেন লুমিন।

‘ফিডব্যাক’র বর্তমান লাইনআপ হচ্ছে দলনেতা ও কিবোর্ডে ফোয়াদ নাসের বাবু, প্রধান ভোকাল লুমিন, লিড গিটার ও ভোকাল লাবু রহমান, ভোকালিস্ট রায়হান, বেউজ গিটারে দানেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর