বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তথ্যমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সাক্ষাৎ

শোবিজ প্রতিবেদক

তথ্যমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সাক্ষাৎ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন চলচ্চিত্র পরিচালকদের। গতকাল চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরী পরিষদের একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী তাদের এই আশ্বাস দেন। সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, মন্ত্রীর কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছি। সেন্সর বোর্ডে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি অথবা মহাসচিবকে প্রতিনিধি হিসেবে রাখতে হবে, এই শিল্পকে শিল্পের সব সুবিধা দিতে হবে, এফডিসির প্যাকেজ সুবিধা সহজ করতে হবে, বিভাগীয় ও জেলা শহরগুলোতে চলচ্চিত্র কেন্দ্র ও সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে, সিনেমা হলে প্রজেক্টরসহ যাবতীয় যন্ত্রপাতি হল মালিকদের স্থাপন করতে হবে ও সিনেমা হলের আধুনিকায়ন করতে হবে। মন্ত্রী তাদের প্রস্তাব বিবেচনা ও এই শিল্পের উন্নয়নে সব উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। পরিচালক সমিতির প্রতিনিধি দলে ছিলেন, সোহানুর রহমান সোহান, গুলজার, নূর মো. মনি, আবুল খায়ের বুলবুল, আহমেদ সিরাজী, শাহীন সুমন, শাহীন কবির টুটুল, আহমেদ ইলিয়াস, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।

সর্বশেষ খবর