বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ঈদে ‘নোলক’

শোবিজ প্রতিবেদক

একের পর এক বাধার মুখে পড়ছিল শাকিব খান ও ববি অভিনীত নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘নোলক’। এই বাধার কারণ ছিল পরিচালক ও প্রযোজকের দ্বন্দ্ব। অবশেষে কেটে গেল ঘোর অমানিশা। সব বাধা কাটিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘নোলক’।  সোমবার ছবিটি বিনা কর্তনে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। তাই আর কোনো বাধা নেই ‘নোলক’ মুক্তিতে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু জানান সোমবার আনকাট  সেন্সর পেয়েছে ছবিটি। প্রযোজক চাইলে এখন যে কোনো সময় মুক্তি দিতে পারেন।

২০১৭ সালের ১ ডিসেম্বর রামুজি ফিল্ম সিটিতে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। টানা একমাস শুটিংয়ের পর পুরো ইউনিট দেশে ফিরে। এরপর শুরু হয় পরিচালক রাশেদ রাহা ও প্রযোজক সাকিব সনেটের মধ্যে মনোমালিন্য। প্রযোজক অভিযোগ করেন, রাহা শুটিং বাদে অন্য খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন। এছাড়া একাধিক অভিযোগ তুলে রাহাকে পরিচালনা থেকে বাদ  দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর