সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এবারের ঈদেও ভরসা শাকিব...

আলাউদ্দীন মাজিদ

এবারের ঈদেও ভরসা শাকিব...

এবারের ঈদেও ভরসা ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। মানে ঈদে শাকিবের একাধিক ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর শাকিবের ছবি নিতে সিনেমা হল মালিকরা বরাবরের মতো আগ্রহ দেখাচ্ছেন। শুধু আগ্রহ দেখাচ্ছেন বললে ভুল হবে, কোন সিনেমা হল মালিক শাকিবের কোন ছবি নেবেন তা নিয়ে রীতিমতো হিসাব-নিকাশ শুরু করে দিয়েছেন। ২০০৮ সাল থেকেই উৎসবে শাকিবের ছবি পেতে সিনেমা হল মালিকরা মুখিয়ে থাকেন। কারণ তার ছবি মানেই ব্যবসায়িক সফলতার মুখ দেখা। সিনেমা হলের দুর্দিন দূর হওয়া। এজন্য ২০০৮ সাল থেকেই ঈদে শাকিবের একাধিক ছবি মুক্তি পেয়ে আসছে এবং সফল হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানান বুকিং এজেন্টরা। এখন পর্যন্ত ঈদে মুক্তির জন্য শাকিবের তিনটি ছবির কথা শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে- পাসওয়ার্ড, নোলক এবং শাহেনশাহ। এর মধ্যে ‘পাসওয়ার্ড’ শাকিবের নিজের প্রযোজিত বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের ছবি। এতে শাকিবের নায়িকা বুবলী। নোলক ছবিতে শাকিবের বিপরীতে ববি আর শাহেনশাহতে আছেন নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত। মধুমিতা হলের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, শাকিবের ছবি পেলে দর্শক পাওয়া যায়। তাই আমরা তার ছবির জন্য অপেক্ষা করি। ঈদ হলে তো কথাই নেই। এই উৎসবের দিনে শাকিবের ছবি মানে সারা বছরের খরচ তুলে আনা। এবারের ঈদেও আমরা শাকিবের ছবি প্রদর্শন করব। আমাদের সিনেমা হলে ঈদে চলবে ‘পাসওয়ার্ড’। আনন্দ সিনেমা হলের কর্মকর্তা শামসুল আলম বলেন, ঈদ মানেই শাকিবের ছবি। যেহেতু শাকিবের ছবির প্রতি দর্শকের প্রচন্ড আগ্রহ আছে তাই তার ছবি ছাড়া ঈদ-আনন্দ অপূর্ণই থেকে যায়। এদিকে শাকিব প্রযোজিত এবং অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবির কাজ শুরুর আগেই ঢাকাসহ সারা দেশের প্রায় দুই ডজন সিনেমা হল মালিক ছবিটি বুকিং দিয়ে রেখেছেন। মানে দেশব্যাপী দর্শক আর প্রদর্শকরা এখনো ঈদ উৎসবে শাকিব জ্বরে আক্রান্ত হন। এদিকে শাকিব খান কিন্তু কখনো চান না ঈদে তার একাধিক ছবি মুক্তি পাক। কারণ দেশে সিনেমা হলের সংখ্যা খুবই কম। এ অবস্থায় বেশি ছবি মুক্তি পেলে প্রযোজকরা কাক্সিক্ষত লাভের মুখ দেখা থেকে বঞ্চিত হন। এবার তো দেশে রয়েছে মাত্র ১৭২টি সিনেমা হল। প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, মূলত ১৭২টি সিনেমা হল থাকলেও বড় বাজেটের ছবি প্রদর্শনের মতো সিনেমা হলের সংখ্যা ৯০-এর বেশি নয়। যদিও ঈদে মৌসুমি সিনেমা হল হিসেবে বন্ধ থাকা ৩০ থেকে ৫০টির মতো সিনেমা হল খুলে, তারপরও এত স্বল্পসংখ্যক সিনেমা হল থাকায় বেশি ছবি মুক্তি দিলে প্রদর্শক-প্রযোজক কেউই প্রকৃত লাভের মুখ দেখেন না। এখন দেখার বিষয় ঈদে আসলে শাকিবের কয়টি ছবি মুক্তি পাবে। প্রদর্শকরা বলছেন, শাকিবের একটি ছবি মুক্তি পেলেও তা শতাধিক হল অতিক্রম করবে। এদিকে শাকিবের ছবি ছাড়া ঈদের ছবি হিসেবে এখন পর্যন্ত দুটি ছবির নাম শোনা যাচ্ছে। এগুলো হলোÑ অনন্য মামুন নির্মিত তারিক আনাম-স্পর্শিয়ার ‘আবার বসন্ত’ এবং অপু বিশ্বাস-বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। প্রদর্শকরা বলছেন, ঈদে যত ছবিই মুক্তি পাক না কেন শাকিবই আমাদের এবং দর্শকদের একমাত্র ভরসা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর