সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চার ছবি নিয়ে সিনেবাজ

শোবিজ প্রতিবেদক

চার ছবি নিয়ে সিনেবাজ

দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে মন্দা অবস্থা বিরাজ করছে। পর্যাপ্ত ও মানসম্মত ছবির অভাবে সিনেমা হল বন্ধ রোধ করা যাচ্ছে না। লোকসানের কারণে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও বন্ধ হতে থাকে। পুরনো সিনেমা দিয়ে হলগুলো চালু রাখা হয়েছে। দেশীয় চলচ্চিত্রের যখন এমনই দুর্দিন তখনই ‘সিনেবাজ ফিল্ম’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাহসী পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করেছে। চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী শনিবার সন্ধ্যায় একটি অভিজাত রেস্তোরাঁয় প্রতিষ্ঠানটির নাম ও এই প্রতিষ্ঠান থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। এই প্রতিষ্ঠান থেকে শিগগিরই চারটি ছবি নির্মাণ করা হবে বলে জানান। অচিরেই এসব ছবির নাম ও শিল্পীসহ বিস্তারিত জানানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ও বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্রের এই সংকটে সিনেবাজ ফিল্মসকে সম্ভাবনা হিসেবেই দেখছেন এবং এর সাফল্য কামনা করেন তারা। ফিতা কেটে সিনেবাজের উদ্বোধন করেন অতিথিরা। এতে বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা ও তারকারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা হিসেবে যুক্ত আছেন জ্যোৎস্না ইসলাম, শাম ইসলাম, রমিম রায়হান, অভিনেতা স্বাধীন খসরু, ইফতেখার চৌধুরী প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর