রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে পোলাক

শোবিজ প্রতিবেদক

ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে পোলাক

ভারতের নয়াদিল্লির সুপ্রসিদ্ধ ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে আজ অনুষ্ঠিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জয়ন্তীর অনুষ্ঠান। দিল্লির স্বনামধন্য ইন্ডিয়া ইম্প্রেসারীয় ও প্রভাস কল্যাণী  প্রীতি ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের নাম ‘কথায় ও গানে রবীন্দ্রনাথ’। শ্রেষ্ঠাংশে থাকছেন উপমহাদেশের বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা এবং বাংলাদেশের তরুণ আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক। এরই মধ্যে ঐতিহাসিক রেকর্ড  কোম্পানি হিন্দুস্থান রেকর্ডস থেকে প্রকাশিত পোলাকের ‘ইতি রবীন্দ্রনাথ’ কাব্যপাঠের সংকলন সারা ভারতে প্রকাশিত হয় এবং ব্যাপক সফলতা অর্জন করে। দিল্লিতে অনুষ্ঠান শেষ করে পোলাক কলকাতায় রবীন্দ্রজয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানে যোগ  দেবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয়োজিত কবি প্রণাম, রবীন্দ্রসদন, শ্রী অরবিন্দ কালচারাল ইনস্টিটিউট, কলকাতা রবীন্দ্রজয়ন্তী, নব নালন্দা রবীন্দ্রজয়ন্তী, শ্রী নন্দনা রবীন্দ্রজয়ন্তী, বিধাননগর পরম্পরা রবীন্দ্রজয়ন্তী,  গলফগ্রিন রবীন্দ্রজয়ন্তী, গীতবিতানের রবীন্দ্রজয়ন্তী, রবীন্দ্রভারতী সোসাইটির রবীন্দ্রজয়ন্তীসহ আরও বেশ কিছু অনুষ্ঠান।

সর্বশেষ খবর