বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে ফারুকীর ‘শনিবার বিকেল’

শোবিজ প্রতিবেদক

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে ফারুকীর ‘শনিবার বিকেল’

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্যের পর গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল’ ২০১৯-এর জন্য। ১০ জুন দুপুর ২টায় এবং ১৩ জুন রাত ৮টায় সিডনির ‘ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ান’-এ চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী হবে। জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং টেনডেম প্রোডাকশন প্রযোজিত এই চলচ্চিত্রটির প্রদর্শনী উপলক্ষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সিডনি যাচ্ছেন জুনের ৯ তারিখ। চলচ্চিত্রটি ফেস্টিভ্যালে প্রেজেন্ট করা ছাড়াও তারা অংশ নিবেন প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য আনুষ্ঠানিকতায়।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল তাদের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছে, ‘বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ার জয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্যসাধারণ এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি ‘শনিবার বিকেল‘ আমাদের নিয়ে যায় ঢাকার একটা রেস্টুরেন্টের ভিতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দেশ্য সন্ত্রাসের চিত্রায়ণ নয়; তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।’ ছবিতে মামুনুর রশীদ, নুশরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরীসহ আরও অনেকেই অভিনয় করেছেন। উল্লেখ্য, কিছুদিন আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করে।

 

সর্বশেষ খবর