বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

সংগীতের নোবেলম্যান

পান্থ আফজাল

সংগীতের নোবেলম্যান

বিশাল মঞ্চ। আলো-ঝলমলে আবহে মঞ্চ শোভিত নতুন নতুন সব বাদ্য-যন্ত্রে। মঞ্চের মাঝখানে হ্যাট পরিহিত একটি তরুণ গাইছে দেশীয় রকস্টার আইয়ুব বাচ্চুর সেই কালজয়ী গান ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’! তরুণটির চোখ বন্ধ; কখনো দুলে দুলে, কিংবা কখনো স্থির ভঙ্গিতে গাইছে গান। কি ভীষণ সাবলীল আর সহজ গায়কী! তার গায়কীর প্রশংসা ছড়িছে পড়ছে মঞ্চ থেকে দুই-বাংলার সীমানায়। তরুণ এই গায়কটির নাম মাঈনুল আহসান নোবেল-দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে এখন পরিচিত এক নাম। ভারতীয় চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র সুবাদে একের পর এক মনোমুগ্ধকর গান গেয়ে পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। রীতিমতো তিনি এখন দুই বাংলার জনপ্রিয় সংগীততারকা! ইতিমধ্যে তৈরি হয়েছে তার অসংখ্য ভক্ত ও অনুসারী। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, গজল, দেশের গান ছাড়াও বাংলা ব্যান্ড সংগীতের গান গেয়ে ‘সা রে গা মা পা’র মঞ্চ মাতিয়েছেন নোবেল। কণ্ঠের দ্যুতি ছড়িয়ে সেরা দশে জায়গাও করে নিয়েছেন তরুণ এই শিল্পী। এই সংগীত তারকার মতে, ‘আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। গান তো অন্তর থেকে করার জিনিস। এতটুকু বলতে পারি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সবসময়।’ জানা যায়, ‘সা রে গা মা পা’য় আসার পর সাত মাস ধরে তিনি শুধু কাভার সং করছিলেন। তবে সবার মতো তারও একই ধারণা হলো, কাভার সং একজন শিল্পীকে বেশিদিন বাঁচিয়ে রাখতে পারে না। তিনি এই মঞ্চেই গেয়েছেন মান্না দের বিখ্যাত গান ‘কফি হাউজ’ মাইলসের ‘ফিরিয়ে দাও’, গ্যাংস্টার ছবিতে জেমসের গাওয়া ‘ভিগি ভিগি’, এ আর রহমানের ‘খাজা মেরে খাজা’ গানসহ জনপ্রিয় বেশ কিছু গান। এসব গান গেয়ে নোবেল জয় করে নেন প্যানেল বিচারকসহ দুই বাংলার অগণিত ভক্তদের মন।

এই অনুষ্ঠানেই একবার জেমসের  ‘মা’ গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন এই শিল্পী। তখন অনুষ্ঠানের বিচারক শিল্পী মোনালী ঠাকুর এবং উপস্থাপক যিশু তার গান শুনে কেঁদে ফেলেন। তার গানটি শোনার পর তারা মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেন। কিছুক্ষণের জন্য সবাই হয়ে যান নিস্তব্ধ। এদিকে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ভিঞ্চি দা’ চলচ্চিত্রের গান ‘তোমার মনের ভেতর’ গেয়েছেন  এ গায়ক। গানটির কথা ও সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায়। গানটি ইউটিউবে ৩০ মার্চ অবমুক্ত হওয়ার পর সেটি চলে আসে আলোচনায়। গানটির জন্য দুই বাংলায় প্রশংসার জোয়ারে ভাসছেন নোবেল। অনুপম রায়ও ফেসবুকে প্রশংসা করে তার গানের লিংক শেয়ার করে লিখেছেন। গানটির লিংকের মন্তব্যের ঘরেও নিয়মিত ভক্তদের অসংখ্য শুভেচ্ছাবার্তা পাচ্ছেন নোবেল। এদিকে নোবেলের রয়েছে ‘নোবেল ম্যান’ নামে একটি ব্যান্ড। জুলাইয়ে নোবেল ম্যান ইউটিউব চ্যানেলে আসবে চারটি গান। তবে, গানের প্রতি তার ভালোবাসা তাকে আজকে দেশের গ-ি পেরিয়ে ভিনদেশেও জনপ্রিয় করে তুলেছে। আজকাল কলকাতার বিভিন্ন সড়কের পাশে তার বিলবোর্ড দেখা যায়। নোবেলের এই উত্থান অলৌকিক নয়, গানের প্রতি অসম্ভব ভালোবাসা ও পরিশ্রমেরই ফল।  নোবেল সাহস জোগায়। নোবেলের গানে রয়েছে শিল্পীর লড়াই ও জিতে যাওয়ার গল্প; রয়েছে রাজা  হয়ে ওঠার গল্প। নোবেল জিতে যাক তার জীবনের গল্পে। শিল্পী  হয়ে বেঁচে ওঠার গল্পে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর