শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

দেশের বাইরে নেওয়ার অপেক্ষায় এটিএম শামসুজ্জামান

শোবিজ প্রতিবেদক

দেশের বাইরে নেওয়ার অপেক্ষায় এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন এ বরেণ্য অভিনয়শিল্পী। চিকিৎসকদের বরাত দিয়ে তার ছোটভাই সালেহ জামান জানান, বুধবার সকাল থেকে তার খাদ্যনালি চেপে যাওয়ায় চিকিৎসকরা ওষুধ দিয়ে জটিলতা দূর করার চেষ্টা করছেন। পরিবারের তরফ থেকে এ অভিনেতাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তাব করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক সন্তুষ্টির জন্য উনাকে দেশের বাইরে নিতে পারেন। কিন্তু এখানে যে চিকিৎসা চলছে বাইরেও সেই চিকিৎসায় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছে এ অভিনেতার পরিবার। সালেহ জামান বলেন, প্রধানমন্ত্রী ১০ তারিখে দেশে ফিরবেন। উনি আমাদের মুরব্বি। দেশে ফিরলে উনার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব ভাইয়ের ব্যাপারে। আল্লাহ যদি ততদিন উনাকে বাঁচিয়ে রাখেন। গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত ১১টার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। শনিবার দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় কিংবদন্তি এ অভিনেতাকে।

সর্বশেষ খবর