Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৯ মে, ২০১৯ ২৩:০৮

দীপিকার স্বপ্ন পূরণ

শোবিজ ডেস্ক

দীপিকার  স্বপ্ন পূরণ

অবশেষে ভক্তদের প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে। বলিউডের দুই তারকা সালমান খান ও দীপিকা পাড়ুকোন এক সিনেমায় জুটি বাঁধতে চলেছেন! ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নির্মাতা-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ‘কিক টু’ সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নেওয়ার কথা চলছে। এর আগে বহুবার সালমান খান ও দীপিকা পাড়ুকোনের জুটির প্রসঙ্গ এলেও শেষ পর্যন্ত পরিকল্পনা সাফল্যের মুখ দেখেনি। তবে এবার কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সব ঠিকঠাক থাকলে শিগগিরই প্রথমবারের মতো একসঙ্গে দেখা মিলবে এ তারকা জুটির। এদিকে আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল দীপিকার। শেষ পর্যন্ত ওই ছবিতে আনুশকা শর্মাকে রেসলার বা পালোয়ানের ভূমিকায় দেখা যায়। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা বলেছে, পর্দায় কখনোই না দেখা সালমান-দীপিকা জুটির দেখা অবশেষে মিলতে চলেছে। ‘কিক’ সিনেমায় প্রথম কিস্তিতে প্রথম পছন্দ ছিলেন দীপিকা। কিন্তু যেভাবেই হোক শেষ পর্যন্ত হয়নি। জ্যাকলিনকে (ফার্নান্দেজ) ডাকা হয়, আর তার ক্যারিয়ারই বদলে যায়। ‘কিক টু’-তে দীপিকার ভূমিকা বেশ সতর্কতার সঙ্গেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে দীপিকা বলেছেন, তিনি সালমান খানের টিপিক্যাল হিরোইন হতে চান।’


আপনার মন্তব্য