রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের দর্শক শনিবার বিকেল দেখতে পারছে না কেন

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশের দর্শক শনিবার বিকেল দেখতে পারছে না কেন

সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি নিয়ে ইংরেজি নিউজপোর্টাল ‘হলিউড রিপোর্টার’ একটি রিভিউ প্রকাশ করেছে; যেখানে ফারুকীর চলচ্চিত্রটি নিয়ে ভূয়সী প্রশংসা করা হয়েছে। এ রিভিউতে ফারুকীর নির্মাণে আস্থা রাখার কথা ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে আধুনিকতাবাদী পরিচালক, লেখক ও প্রযোজক হিসেবেও তাকে অভিহিত করা হয়েছে। যেখানে আরও বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত বাংলাদেশে এটি নিষিদ্ধ করা হয়েছে। কারণ তারা ভাবছে, এটি দেশের খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু এ ছবিটিই পারে দেশের খ্যাতি ও ভাবমূর্তি বৃদ্ধি করতে।’ এদিকে শনিবার বিকেল নিয়ে এই বিখ্যাত ইংরেজি পত্রিকার সঙ্গে একাত্মতা প্রকাশ করে গতকাল দুপুর ১টায় নির্মাতা রেদোয়ান রনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্যই শনিবার বিকেলকে মুক্তি দেওয়া প্রয়োজন।’ তিনি এ বিষয়ে নীতিনির্ধারক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সময়ে একইভাবে সংগীতশিল্পী তাহসান ‘দ্য হলিউড রিপোর্টার’-এর কিছু রিভিউ কোড করে শেয়ার করে সাধুবাদ জানান। এর আগে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল তাদের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছিল, ‘বার্লিন ফেস্টিভ্যালে সিলভার বিয়ারজয়ী সিনেমাটোগ্রাফার আজিজ জাম্ভাকিয়েভের অনন্যসাধারণ এক সিঙ্গেল শটের মধ্য দিয়ে এই অডাশিয়াস ছবি শনিবার বিকেল আমাদের নিয়ে যায় ঢাকার একটি রেস্টুরেন্টের ভিতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দেশ্য সন্ত্রাসের চিত্রায়ণ নয়; তার আসল আরাধ্য বিভিন্ন ধর্মবর্ণের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধন।’ উল্লেখ্য, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সাফল্যের পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল, ২০১৯-এর জন্য। দেশের বাইরে এত প্রশংসিত হওয়ার পরও কেন দেশে ছবিটির মুক্তি নিয়ে এত জটিলতা? কেন এ দেশের দর্শক ছবিটি দেখতে পারছে না? ফারুকীর অভিমত, বাংলাদেশের দর্শক ছবিটি দেখুক।

সর্বশেষ খবর