বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

উৎসবের তারকারা

উৎসবের তারকারা
ঈদ  উৎসবের দিনে সিনেমা আর নাটক দেখে আনন্দ পেতে চায় সবাই। এবারও উভয় পর্দায় আসছে তরাকাবহুল সিনেমা ও নাটক। কোন সিনেমা ও নাটকে কোন তারকা আসছেন তা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ ও পান্থ আফজাল

 

সিনেমা

এবারের ঈদে এখন পর্যন্ত মুক্তির জন্য তিনটি ছবি প্রায় চূড়ান্ত হয়েছে। এগুলো হলো- পাসওয়ার্ড, নোলক এবং আবার বসন্ত। শাকিব খানের প্রযোজনায় নির্মিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, বুবলি, ইমন, মিশা সওদাগর প্রমুখ। সাকিব সনেটের ‘নোলক’ সিনেমায় জুটি বেঁধেছেন শাকিব খান আর বুবলি, অনন্য মামুনের ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া।

 

নাটক

এবারের ঈদেও দেশের টিভি চ্যানেল ও ডিজিটাল প্লাটফর্মগুলোতে দেখা যাবে তারকা সমাবেশ। নানা চরিত্র নিয়ে হাজির হবেন মোশাররফ করিম, জাহিদ হাসান, নুশরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশো, মেহজাবিন, ইরফান সাজ্জাদ, মনোজ প্রামানিক, তানজিন তিশা, জাকিয়া বারী মম, রোবেনা জুঁই, ইয়াশ রোহান, শার্লিন ফারজানা, মৌসুমী, তাসনুভা তিশা, নিলয়, শ্যামল মাওলা, শাহনাজ খুশি, নওশাবা, অর্পণা, সুমাইয়া শিমু, শবনম ফারিয়া, সাফা কবির, তৌসিফ, টয়া, ফারহানা মিলি, শারমিন জোহা শশী, অর্ষা, এফ এস নাঈম, তাসনিয়া ফারিন, তাহসান খান, মিশু সাব্বির, এ্যালেন শুভ্র, নাদিয়া আহমেদ, সারিকা সাবাহ, নাদিয়া মিম, রোমানা রশীদ ঈশিতা, ভাবনা, নাদিয়া খানম, শেহতাজ, জোভান, তানভীর, প্রভা, মিথিলা, শহীদুল্লাহ সবুজ, মায়মুনা ফেরদৌস মম, ইভান সাইরসহ বেশ কিছু অভিনয়শিল্পী। এবারেও চরিত্রে বৈচিত্র্য নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। থাকছে তার অভিনীত বেশকিছু একক ও ধারাবাহিক নাটক। বিশেষ করে এবারের ঈদে ৭টি সাত পর্বের নাটকে পাওয়া যাবে তাকে। থাকছেন আরও ১৪-১৫টি একক নাটকে। এদিকে তৌসিফ ও তানজিন তিশা টিভি ও ইউটিউবের জন্য বেশ কিছু নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র ফার্মগেটের আড্ডাকে ঘিরে দয়াল সাহার রচনায় নির্মাতা তপু খান নির্র্মাণ করেছেন খ- নাটক ‘ফার্মগেট’। এই সময়ে মনোজ প্রামানিক, তাসনিয়া ফারিনম, সারিকা সাবাহ ছোটপর্দায় বেশ পরিচিত নাম। অভিনয়গুণে মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। এ ঈদেও তারা বেশ কিছু নাটক নিয়ে হাজির হচ্ছেন। ঈদেও কিছু নাটক, টেলিছবি নিয়ে আসছেন আলোচিত জুটি অপূর্ব-মেহজাবিন। আফরান নিশো এ সময়ের শীর্ষ অভিনেতাদের মধ্যে অন্যতম। বেশির ভাগ নাটকেই নিশো-তানজিন তিশা জুটি আলো ছড়াচ্ছে। শক্তিশালী অভিনেতা শতাব্দী ওয়াদুদও বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। এদিকে চয়নিকা চৌধুরীর নির্মাণে ‘সুইজারল্যান্ড’ নামে ঈদুল ফিতরের জন্য একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন রিয়াজ-অপি করিম। এবারের ঈদেও তারুণ্যদীপ্ত অভিনেতা সজল স্বপ্রতিভ। বেশ কিছু চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে হাজির হচ্ছেন। ‘তোতা মিয়ার হানিমুন’ নাটকে তোতা মিয়ার চরিত্রে অভিনয় করেছেন সজল। তার সুন্দরী স্ত্রীর চরিত্রে দেখা মিলবে লাক্স তারকা অর্ষার। নাদিয়া মিম ও নাঈম সরদার রোকনের ‘প্রিয়ন্তি’ ও ‘রোদেলা বৃষ্টি‘ নামের নাটকে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন ইভান সাইর ও ইমু। ঈদে সাজিন আহমেদ বাবুর রচনায় নির্মাতা আবু হায়াত মাহমুদ ইরফান সাজ্জাদ-সাবিলাকে জুটি করে নির্মাণ করেছেন বেয়াড়া বাকের। এ নির্মাতা জাহিদ হাসান, তিশা, সাজু খাদেম, লাভলু, আর শবনম ফারিয়াকে নিয়ে আলাল দুলাল নামে একটি ঈদ স্পেশাল ড্রামা নির্মাণ করেছেন। এদিকে পুরান ঢাকার ব্যবসায়ী পরিবারের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার গল্প নিয়ে তারেক রহমান নির্মাণ করেছেন ব্যতিক্রমী গল্পের নাটক ‘টেডি মোস্তফা’। নাটকটিতে জুটি বেঁধেছেন শাওন ও শেহতাজ। নতুন হিসেবে তারা এই সময়ে ভালো করছেন। ঈদ উপলক্ষে ইউটিউব প্লাটফর্মে বৃদ্ধি পাচ্ছে নাটক-টেলিছবি প্রচার। বঙ্গবুমে ঈদের জন্য পাঁচ পর্বে নাটক তৈরি হচ্ছে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জন্য চারটি নাটক নির্মাণ করছে। চ্যানেলটির স্বত্বাধিকারী মোস্তফা কামাল রাজ। তার নির্মিত এসব নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, শবনম ফারিয়া, অপূর্বসহ অনেক তারকা। এ পর্যন্ত ইউটিউবের জন্য প্রায় ৪২টি নাটক নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্না। এবারের ঈদে ইউটিউবের জন্য পাঁচ-ছয়টি নাটক নির্মাণ করছেন তিনি। বান্নাহ নির্মিত এসব নাটকে মোশাররফ করিম, আ খ ম হাসান ছাড়াও তাহসান, ইমরোজ তিশা, সাবিলা নূর, সৈয়দ জামান শাওন অভিনয় করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর