শিরোনাম
বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

ডিজিটাল প্লাটফর্মে এবারের ঈদ

পান্থ আফজাল

ডিজিটাল প্লাটফর্মে এবারের ঈদ

দর্শক-শ্রোতাদের রুচিবোধে এসেছে পরিবর্তন। প্রেক্ষাগৃহের গুমোট চারদেয়ালের অস্বস্তিকর হলরুমে আটকে না থেকে ঝুঁকছে সহজ মাধ্যম ডিজিটাল প্লাটফর্মের দিকে। দেশীয় চলচ্চিত্র প্রযোজকদের চলচ্চিত্র প্রসারে মুখ ফিরিয়ে নেওয়ায় এই জগৎটি দখল করে নিয়েছে ডিজিটাল প্লাটফর্ম। কারণ, একে বন্ধ হয়ে পড়ছে প্রেক্ষাগৃহ, ছবি নির্মাণে আগ্রহ হারিয়ে ফেলছে নির্মাতারা। তবে আশার সংবাদ, এই দুর্দিনেও বিকল্প মাধ্যম হিসেবে জোরেশোরে দাঁড়িয়ে গেছে ডিজিটাল মাধ্যম। এখন তাই দর্শক এই মাধ্যমে  ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, নাটক দেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই দর্শক গ্রহণযোগ্যতার কারণেই বর্তমান সময়ে নির্মাতারা ওয়েব ফিল্ম আর ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন। এই ঈদেও ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ পাবে কিছু ওয়েব ফিল্ম, সিরিজ ও নাটক। এই ঈদে বিভিন্ন প্রেক্ষাগৃহে শাকিব, বুবলী, ববি, স্পর্শিয়া বা তারিক আনাম অভিনীত ছবি মুক্তির সঙ্গে ডিজিটাল প্লাটফর্মে ওয়েব ফিল্ম প্রকাশের মাধ্যমে বসবে ঈদের মেলা। ‘দেশা দ্যা লিডার’ খ্যাত সৈকত নাসিরের নির্মাণে একটি ওয়েব ফিল্ম সিনেস্পটের ব্যানারে প্রকাশ পাবে। ওয়েব ফিল্মটির নাম ‘ট্রাপড’। সংলাপ, চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন আসাদ জামান। ইন্দোনেশিয়ার বালিতে চিত্রায়িত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আইরিন সুলতানা, এ কে আজাদ আদর, আমান রেজা, রাজু ও ফারহান খান রিও। আর ঈদের পর একই নির্মাতার রোমান্টিক-কমেডি-থ্রিলার ধাঁচের ওয়েব ফিল্ম ‘ব্যাড বয়েজ’ সিনেস্পট অরজিনালসে মুক্তি পাবে। সংলাপ, চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন ফেরারি ফরহাদ। অভিনয়ে তারেক, ইমতু রাতিশ, অভি প্রামাণিক, তিথি, পৌলমী দাস, এ্যানী খান, রাজু ও মাহমুদ। এদিকে এই ঈদে প্রেক্ষাগৃহে  এবং পরে সিনেমাটিক ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’। যেখানে অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন যাটোর্ধ্ব বয়সী তারিক আনাম খান। ‘আবার বসন্ত’ ছবিতে তারিক আনাম-স্পর্শিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইমতু রাতিশ, মুকিত জাকারিয়া, আনন্দ খালিদসহ অনেকেই। আর ঈদের পর ডিজিটাল প্লাটফর্মে একে একে মুক্তি পাবে বালিতে চিত্রায়িত ওয়েব ফিল্ম ধোঁকা আর পার্টনার। ধোঁকাতে রয়েছেন এ বি এম সুমন আর আইরিনের সঙ্গে পার্টনারে রয়েছেন ফারহান খান রিও, তানহা তাসনিয়া। বরাবরের মতো এই ঈদেও ইউটিউব প্লাটফর্মে বৃদ্ধি পাচ্ছে ওয়েব সিরিজ, নাটক-টেলিছবি প্রচার। সম্প্রতি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জন্য চ্যানেলটির স্বত্বাধিকারী মোস্তফা কামাল রাজ দুটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন। একটি আফরান নিশো-মেহজাবিন অভিনীত ‘হোয়াইট হ্যাকার’ অন্যটি আফরান নিশো-তানজিন তিশা অভিনীত ‘আই অ্যাম অনেস্ট’। দুটিরই সংলাপ, চিত্রনাট্য, কাহিনী ও নির্মাণে মোস্তফা কামাল রাজ। এই দুটি প্রকাশ পাবে ঈদের দিন ও ঈদের পরের দিন। এদিকে এ পর্যন্ত টিভি ও ইউটিউবের জন্য প্রায় ১৪-১৫টি নাটক নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। আর ইউটিউবের জন্য প্রায় ৯টি ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। বান্নাহ নির্মিত এসব ওয়েব সিরিজ-নাটকে মোশাররফ করিম, আখম হাসান ছাড়াও তাহসান, ইমরোজ তিশা, সাবিলা নূর, সৈয়দ জামান শাওন অভিনয় করেছেন। সম্প্রতি ঈদের আবেশকে ধরতে আলফা আই মিডিয়ার ব্যানারে বায়স্কোপ অরজিনালসে মুক্তি পেয়েছে তৌকির আহমেদের ‘ফেলুদা নয়ন রহস্য’। যেখানে আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, আহমেদ রুবেল, আবুল হায়াত, মামুনুর রশীদ, রওনক হাসান ছাড়াও অনেকেই অভিনয় করেছেন। কিছুদিন আগেই নির্মিত হয়েছে তৌহিদ মিতুলের ‘গার্ডের গেম’। এটিতে অভিনয় করেছেন নিপুণ, রিয়াজ ও পপি। চিত্রনায়িকা গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রীতি’র সঙ্গে যুক্ত হওয়ার পর এবার নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ নামে একটি থ্রিলার সিরিজের সঙ্গে যুক্ত হলেন। বঙ্গ বিডির প্রযোজনায় ১০ পর্বের এই সিরিজের নাম ভূমিকায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম। আর পরীমণিকে দেখা যাবে ‘টিনা’ নামের এক চিত্রনায়িকার চরিত্রে। জয়া আহসান প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দফতর’ গল্প অবলম্বনে ‘ত্রৈলোক্য’ সিরিজে অভিনয় করছেন। পরিচালনা করছেন অরিন্দম শীল। এই ওয়েব সিরিজে ‘ত্রৈলোক্য’ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী জয়া আহসান। তাই বলা যায়, শোবিজে লেগেছে নতুন হাওয়া। ওয়েব সিরিজ-ফিল্ম নামের নতুন মাধ্যমে ঝুঁকে পড়ছেন ঢাকার ছবির নায়িকারা। সাদিকা পারভীন পপি অনন্য মামুনের ইন্দুবালায় কাজ করছেন। ঈদে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’। আঁচলও ইদানীং ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত। ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে পপির সঙ্গে প্যারালাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিপাশা কবিরও সিনেমার পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজ ‘আঘাত’ -এ। মিষ্টি মারিয়া অভিনয় করেছেন ‘আলোয় ভুবন ভরা’ এবং ‘ভালোবাসার উত্তাপ’ শিরোনামের দুটি ওয়েব ফিল্মে। শিহাব শাহিনের ‘দ্বিতীয় কৈশোর’-এ অভিনয় করেছেন তাহসান, অপূর্ব, আফরান নিশো, সানজীদা প্রীতি। দীপঙ্কর দীপন তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘লিলিথ’। অনিমেষ আইচের ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’, শামীম জামানের ‘আলটিমেটাম’, দীপঙ্কর দীপনের নীল দরজা, রাজের কুয়াশা, অনন্য মামুনের জার্নি তৈরি হয়েছে। অমিতাভ রেজা নির্মাণ করেন ‘ঢাকা মেট্রো’। সাফা কবির ‘প্রজাপতির সংসার’ নামের ওয়েব সিরিজে কাজ করেছেন। এতে আছেন জোভান। পপি, রিয়াজ, নিপুণ, সম্রাট, অপূর্ব, বিদ্যা সিনহা মিম, মোশাররফ করিম, তিশা, ইমন, আমান, চঞ্চল, মম, আঁচল, সিয়াম, নাবিলা, পরীমণি, আইরিন, একে আজাদ, আমান রেজা, রিও, ইমতু, পরীমণি, সাফা এখন তাই ডিজিটাল মাধ্যমটির দিকে ছুটছেন। নির্মাণে রয়েছেন সৈকত নাসির, অনন্য মামুন, গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহিন, দীপঙ্কর দীপন, তৌহিদ মিতুল, তৌকীর আহমেদ, রাজ, বান্নাহ, রাফাত প্রমুখ।

 

সর্বশেষ খবর