শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

নাগরিক টিভির ঈদ আয়োজন

শোবিজ প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি উৎসব দর্শকের জন্য আনন্দময় করে তুলতে চায় নাগরিক টিভি। নাগরিক টিভির ঈদ আয়োজন নিয়ে এ কথা বলেন চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। ২০ মে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, নাগরিক টিভি ঈদের ৭ দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান প্রচার করবে। সেখানে থাকছে ১৫টি বাংলা সিনেমা, ১৪টি একক নাটক, ৪টি ধারাবাহিক ও ৭টি লাইভ কনসার্ট ‘গানের মেলা’। লাইভ কনসার্ট ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন রাত ১১টায় শুরু হবে। এতে পারফর্ম করবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, মনির খান, রিজিয়া পারভীন, শাহনাজ বেলি, লিজা, ইমরান, মাহতিম শাকিব এবং ব্যান্ড দলছুট ও জলের গান। এর পাশাপাশি মান্না, সালমান শাহ, শাবনূর, মৌসুমী,  অপু বিশ্বাস অভিনীত ১৫টি ছবি প্রচার হবে প্রতিদিন সকাল ৯টা, দুপুর ১২টা ও বিকাল ৩টায়।  সিনেমা ও সংগীতানুষ্ঠান ছাড়াও ‘স্ক্যাইম্যান’, ‘ওভার স্মার্ট’,

‘ডায়াবেটিস’, ‘নকল হইতে সাবধান, ভালো ছেলে, ‘লাভ বক্স’, ‘বেলি ফুলের বিয়ে’, ‘নারী বিশেষজ্ঞ নজিবল্লাহ, কবুল, এই গল্পের শেষ নেইসহ আরও কিছু ভিন্ন ধাঁচের একক ও ধারাবাহিক নাটক প্রচার করবে চ্যালেনটি। সেই সঙ্গে থাকছে বৈচিত্র্যময় কিছু অনুষ্ঠান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর