সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

পরিচ্ছন্নতার গল্প

শোবিজ প্রতিবেদক

কিছুক্ষণ আগে যে বাবা নষ্ট কাগজ ঝুড়িতে না ফেলার জন্য ছোট মেয়েকে নিয়ম শেখাতে গিয়ে রাগ দেখিয়েছে, সেই বাবাই রাস্তায় বেরিয়ে চিপস-এর খালি প্যাকেট রাস্তায় ফেলার জন্য মেয়েকে পরামর্শ দিচ্ছে। বাবার এমন বিপরীতমুখী আচরণ দেখে হতভম্ব মেয়ের প্রশ্ন- ‘বাসাটাই কি শুধু আমাদের, দেশটা কি আমাদের নয়?’।

পবিত্র রমজান মাসে আরটিভিতে শুরু হওয়া ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের পরিচ্ছন্নতার গল্প শীর্ষক ১০ পর্বের প্রোগ্রামের দ্বিতীয় পর্বে রাইসা পরিচ্ছন্নতার শিক্ষা ঘরের বাইরে নিয়ে গেল। ‘যদি একদিন’ চলচ্চিত্রের মূল চরিত্রের অভিনেত্রী শিশু শিল্পী রাইসা নিজের ঘর পরিচ্ছন্ন রাখার মতোই দেশ পরিচ্ছন্ন রাখার কথা বলে।

পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে পরিচ্ছন্নতার গল্পের শেষাংশে আসেন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের দূত ও চিত্রনায়ক রিয়াজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর