মঙ্গলবার, ২৮ মে, ২০১৯ ০০:০০ টা

আজাদ-পরীমণির ‘পাফ ড্যাডি’

শোবিজ প্রতিবেদক

আজাদ-পরীমণির ‘পাফ ড্যাডি’

মাসুদ হাসান উজ্জ্বল প্রথমবারের মতো নির্মাণ করছেন ওয়েব সিরিজ। নাম ‘পাফ ড্যাডি’। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম এবং চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে ওয়েব সিরিজটির। সিরিজটিতে পরীমণির চরিত্রের নাম টিনা। অভিনয় করবেন স্বরূপেই, মানে চিত্রনায়িকা হিসেবে। আরও অভিনয় করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতুল্লাহ,  আবদুন নূর সজল, ইন্তেখাব দিনার, মৌটুসী বিশ্বাস, এবিএম কমলসহ ৬২ অভিনয়শিল্পী। সিরিজটি সম্পর্কে এর চিত্রনাট্যকার ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘এটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার কাজ। তবে পলিটিক্স এখানে সরাসরি থাকছে না। আছে প্রচ্ছন্নভাবে। আর পরীমণির ভিতরে শিল্পীসুলভ একটা পাগলামি আছে, সেটা শিল্পীদের ভিতরে থাকতে হয়। তাকে আমরা অন টাইম সেটে পাচ্ছি। সুতরাং একটা ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিদিনের শুটিং শুরু হচ্ছে।’ অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির প্রযোজনায় মোট দশ পর্বে সাজানো হবে ‘পাফ ড্যাডি’কে।

সর্বশেষ খবর