বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

একাকিত্ব ও অসহায়ত্বের গল্প আবার বসন্ত

শোবিজ প্রতিবেদক

একাকিত্ব ও অসহায়ত্বের গল্প আবার বসন্ত

‘আবার বসন্ত’Ñকখনো মনে হয়েছে এটি কোনো অসম প্রেমের গল্প, আবার কখনো মনে হয়েছে পারিবারিক টানাপড়েনের হিসাব-নিকাশ।  আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘আবার বসন্ত’ ছবিটি। দেশের কিছু সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোতে ছবিটি মুক্তি পাচ্ছে। ‘জীবনের উজ্জ্বল বসন্তগুলো আমার সন্তানদের দিয়েছি। এই শেষ বসন্তে এসে কেন আমি নিজের মতো করে বাঁচতে পারব না?’ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে আসা তারিক আনাম খানের এই আকুতি মনে দাগ কেটে যায়। ২৫ বছর বয়সী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে প্রেমের কারণে ষাটোর্ধ্ব তারিক আনাম খানকে নাজেহাল হতে হয় পরিবারে, শেষ পর্যন্ত মামলা গড়ায় আদালতে।  এই ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন অনন্য মামুন। ছবিটির মাধ্যমে প্রথমবার দুই প্রজন্মের এই দুই শিল্পীর অসম-প্রেমের রসায়ন ফুটে উঠবে রুপালি পর্দায়। ‘আবার বসন্ত’ ছবিতে তারিক আনাম-স্পর্শিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইমতু রাতিশ, মুকিত জাকারিয়া, আনন্দ খালিদ প্রমুখ।

ছবিটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।

সর্বশেষ খবর