শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘আমরা তিনজন’ নাটকের দৃশ্য

প্রদর্শনী

‘নুড়ি ও কণা’ শীর্ষক প্রদর্শনী

শিল্পী ইকবাল বাহার চৌধুরীর একক চিত্রকর্ম নিয়ে আজ শুক্রবার ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে ‘নুড়ি ও কণা’ শীর্ষক প্রদর্শনী। ২৯ জুন শেষ হবে এই প্রদর্শনী।

 

নাটক

লোক নাট্যদলের ‘আমরা তিনজন’

আজ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে লোক নাট্যদল প্রযোজিত নাটক ‘আমরা তিনজন’।

সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটি। বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে নাটকটির নির্দেশনায় আছেন লিয়াকত আলী লাকী।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন লিয়াকত আলী লাকী, মাস্উদ সুমন, ফজলুল হক, আজিজুর রহমান সুজন, অনন্যা নীশি, স্বদেশ রঞ্জন দাস গুপ্ত প্রমুখ।

 

অন্যান্য

কাল বর্ষাবরণ

কাল শনিবার পয়লা আষাঢ়। বাদলঝরা দিনের প্রথম দিন।

বরাবরের মতো এবারও নাচ, গানসহ নানা আনন্দ আয়োজনে বর্ষাকে বরণ করবে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হবে ‘বর্ষা উৎসব-১৪২৬’ শিরোনামের এ উৎসব।

জাদুঘরে কবিগুরুর বর্ষার গান

ইন্ধিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে কাল শনিবার জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথের গান নিয়ে কামাল আহমেদের একক সংগীতাসর।

সন্ধ্যায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বর্ষার ভালোবাসা’ শিরোনামের এই আয়োজনে থাকবে কবিগুরুর বর্ষা পর্বের গান।

 

শ্রীমঙ্গলে রবিস্মরণে বর্ষাবরণ

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন শনিবার অনুষ্ঠিত হবে রবিস্মরণে  বর্ষাবরণ অনুষ্ঠান। শ্রুতিবিতান ও স্বর্ণরেণু সংগীত নিকেতনের আয়োজনে সন্ধ্যা ৬টায় শহরের মহসিন অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হবে। পরিবেশিত হবে বরীন্দ্রনাথের কবিতা, গান ও নৃত্যে। উদ্বোধন করবেন ইউএনও নজরুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর