সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

মাইলসের ৪০ বছর

শোবিজ প্রতিবেদক

মাইলসের ৪০ বছর

জনপ্রিয় ব্যান্ড মাইলস। দীর্ঘ ৪০ বছর দেশের জনপ্রিয় এই ব্যান্ড দলটি শ্রোতাদের উপহার দিয়েছে অগণিত নন্দিত গান। যে গানগুলো মাইলসের ভক্ত-শ্রোতাদের মুখে মুখে ফিরে এখনো। শিগগিরই মাইলস একটি কনসার্টের মধ্য দিয়ে তাদের চল্লিশ বসন্ত উদযাপন করতে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই ব্যান্ড দলটি গঠিত হয় ১৯৭৯ সালে। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ রশিদ ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে চলে গেলেও বাকি ৩ সদস্য- হামিন আহমেদ, শাফিন আহমেদ ও মানাম আহমেদ এখনো দলের সঙ্গে যুক্ত রয়েছেন। সঙ্গে নতুন করে আরও যোগ হয়েছে ইকবাল আসিফ জুয়েল ও সৈয়দ জিয়াউর রহমান তুর্য। মাইলসপ্রধান হামিন আহমেদ বলেন, ‘এই বড় পরিকল্পনার মধ্য দিয়ে আমরা সংযুক্ত থাকব দেশ-বিদেশের দর্শক ও মিউজিশিয়ানদের সঙ্গে। শ্রোতাদের জন্য নতুন উপহারও থাকছে। তবে বিস্তারিত এখনই বলতে চাই না। আমরা দেশ ও বিদেশে মাইলসের একটি ধারাবাহিক কনসাটের্র প্ল্যান করছি। আমাদের এই জার্নিতে অংশ নেবেন অনেকেই। ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে একটি কনসার্টের মাধ্যমে আমাদের এই কার্যক্রম শুরু হবে। আর শেষটা হবে ডিসেম্বরে বড় একটি ওপেন এয়ার কনসার্টের মাধ্যমে। এখনো এসব বিষয় চূড়ান্ত নয়।’ উল্লেখ্য, মাইলসের ৪০ বছরের প্রস্তুতি পরিকল্পনা নিয়ে আজ আয়োজন করা হবে একটি সংবাদ সম্মেলন। যেখানে বিস্তারিত বিষয় জানানো হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর