সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

নিয়াজের ‘জলকুমারী’

শোবিজ প্রতিবেদক

নিয়াজের ‘জলকুমারী’

গ্রামীণ জীবন, ডিজিটাল বাংলাদেশের সাফল্যগাথা, নারীর সংগ্রাম-সফলতা ও পারিবারিক বন্ধনের আবহের গল্প নিয়ে পূবাইলে চলছে ‘জলকুমারী’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের দৃশ্যায়ন। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি নির্মাণ করছেন নিয়াজ মাহবুব। প্রধান সহকারী জাফর ইকবাল ও সহকারী তাজু, মিঠুন ও আরমান। এতে জলকুমারী চরিত্রে অভিনয় করছেন শারমিন জোহা শশী। আর হিন্দু বিধবা নারী অর্চণা চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। গ্রামের একজন শিক্ষিত যুবক চরিত্রে রয়েছেন তানভীর। নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম, রওনক বিশাখা শ্যামলী, সোলায়মান খোকা, তুষার খান প্রমুখ। এটি বিটিভিতে প্রচারিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর