শিরোনাম
বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

আসিফের আনাচে-কানাচে

শোবিজ প্রতিবেদক

আসিফের আনাচে-কানাচে

জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবরের লেখায় প্রকাশ পেয়েছে প্রেমের গান ‘আনাচে কানাচে’। কাছে থাকলেই রোদ আকাশে, কথা বললেই, ফুলেরা হাসে, কী মুগ্ধতা মিশে রয় বাতাসে, দূরে গেলে হায়, মেঘে ঢেকে যায়, এই মনের আনাচে-কানাচে- এমনই কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের ‘যুবরাজ’ আসিফ আকবর। তাই দুই আকবরের দারুণ রসায়ন উপভোগ করবে দর্শক। গানটির সুর ও সংগীত করেছেন শেখ সৈকত। এছাড়া দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। আসিফের সঙ্গে সেখানে মডেল হয়েছেন ফারহানা অনি। গীতিকার জাহিদ আকবর বলেন, ২০১২ সালে প্রথমবার আসিফ আকবর আমার লেখা গান করেছিলেন। তিনি বলেন, এ গানের বিশেষত্ব হচ্ছে, আসিফ আকবরের কাছ থেকে যে ধাঁচের গান সবসময় দর্শক-শ্রোতারা পেয়ে থাকেন ‘আনাচে-কানাচে’ তেমনটি নয়, কিছুটা অন্যরকম। উল্লেখ্য, গীতিকবি জাহিদ আকবরের গানগুলোর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে হাবিবের ডুব, ন্যান্সির দুদিকেই বসবাস, ইমরানের আরাধনা, আরফিন রুমির প্রিয়তমা, মন রাখ পাঁজরে, কিছু কথা আকাশে পাঠাও, তুমিহীনা, কাজী শুভর মন পাঁজরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর