শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

দশ ভাষায় গাইবেন অর্ধশত শিল্পী

শোবিজ প্রতিবেদক

দশ ভাষায় গাইবেন অর্ধশত শিল্পী

আজ বিশ্বসংগীত দিবস। বিশ্বব্যাপী দিনটি নানাভাবে উদযাপন করা হয়। বাংলাদেশেও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘বিশ্বসংগীত দিবস-২০১৯’। এবারের দিবসের স্লোগান- ‘সুরের আগুন ছড়িয়ে দেব সব প্রাণে’। এবার দেশের ৪৫ জন শিল্পী কণ্ঠে তুলবেন ১০টি ভাষার গান! বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, নেপালি, অ্যারাবিয়ান ও রাশান। এই আয়োজনে গান পরিবেশন করবেন বাদশা বুলবুল, ডলি সায়ন্তনী, মৌটুসি পার্থ, দিনাত জাহান মুন্নী, প্রিয়াংকা গোপ, কনা, ইমরান, লিজা, কোনাল, সাব্বির, মুহিন, রাজীব, জয় শাহরিয়ার, শান, সিঁথি সাহা, সুজন আরিফ, হৈমন্তী, রাফাত, আরমীন মুসা, আর্নিক, রন্টি দাসসহ অনেকে। এমন বৈচিত্র্যপূর্ণ আয়োজনের উদ্যোগ নিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। কাজটির তত্ত্বাবধানে আছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।

সর্বশেষ খবর