রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

শাকিবের নতুন ভাবনা

শোবিজ প্রতিবেদক

শাকিবের নতুন ভাবনা

‘যুব সমাজকে সঠিক পথে রাখতে ভালো চলচ্চিত্র নির্মাণ আবশ্যক। তাই এমন চলচ্চিত্র নির্মাণ হওয়া উচিত যাতে যুবকরা সেই চলচ্চিত্রে সমৃদ্ধ বাণী আর সুষ্ঠু বিনোদন পেয়ে সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসতে পারে।’ কথাগুলো বললেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি মনের মতো  মানুষ পাইলাম না শীর্ষক একটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ শীর্ষ নায়ক ভবিষ্যতে এ ধরনের সমাজ হিতৈষী ছবি নির্মাণ করবেন বলেও জানান। অন্য প্রসঙ্গ টেনে তিনি বলেন, নায়ক-নায়িকা মানেই ভালো কিছুর প্রতিনিধিত্বকারী। সিনেমা দারুণভাবে মানুষের মনে প্রভাব বিস্তার করে। নায়ক-নায়িকারা যখন ভালো কোনো চরিত্রে অভিনয় করে দর্শক নিজেকে তাদের স্থানে কল্পনা করে। যুব সমাজকে বদলাতে হলে অবশ্যই ভালো চলচ্চিত্র প্রয়োজন। সব ছেলেমেয়েই কিন্তু নায়ক-নায়িকা হতে চায়। যতদিন প্রকৃত চলচ্চিত্র থাকবে ততদিন চলচ্চিত্র সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।’ শাকিবের কথায়, দেশের যুব সমাজকে এগিয়ে নিতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদকের আধিপত্য কমে গেছে। এমন উদ্যোগের পাশাপাশি ভালো চলচ্চিত্রও যুব সমাজকে ভালো পথ দেখাবে বলে আমার বিশ্বাস।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর