রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিক নাট্যোৎসবে চীনের ‘এফ সিকে’

শোবিজ প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্য উৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাত দিনের এ উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার। এতে বাংলাদেশসহ সাতটি দেশ অংশ নিয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উৎসবে সাতটি মঞ্চনাটক ও একটি নৃত্যনাট্যের পাশাপাশি উৎসবে রয়েছে একটি আন্তর্জাতিক নাট্য সেমিনার। আজ চীনের জোহো থিয়েটার ‘এফ সিকে’ প্রদর্শিত হবে। উৎসব বাস্তবায়ন করছে শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। প্রথমবারের এ আয়োজনে বাংলাদেশের দুটি এবং রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, ভিয়েতনাম ও নেপালের একটি করে নাট্যদল উৎসবে অংশ নিচ্ছে।

সর্বশেষ খবর